ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

এবার চলচ্চিত্র পরিচালনায় আসছেন মিলন

এবার চলচ্চিত্র পরিচালনায় আসছেন মিলন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২১ | ০১:৫২ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ | ০৩:২১

অভিনয়ের পাশাপাশি এবার চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। তিনি জানান, পরিচালনার জন্য এরই মধ্যে সবরকম প্রস্তুতি নিয়েছেন। দুটি ছবির পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে। প্রাথমিকভাবে ছবি দুটির নাম রাখা হয়েছে 'রেড বক্স' ও 'আই ক্যান'। দুটি গল্পই তার নিজের লেখা। 

মিলন বলেন, 'ভালো কিছু করে দেখানোর বাসনা থেকেই সিনেমা পরিচালনায় আসা। রেড বক্স ও আই ক্যান গল্প দুটি লেখার পর মনে হয়েছে, সমকালীন দর্শক যা চায়, তার অনেক উপাদান আছে এতে। সিনেমার পর্দায় গল্প দুটি যদি পরিকল্পনা মাফিক তুলে ধরা যায়, তাহলে ভালো কিছু হতে পারে। সেই বিশ্বাস নিয়েই এখন কাজ করে যাচ্ছি।' 

পরিচালক হিসেবে সাফল্য পেলে নিয়মিত চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা আছে বলে সমকালকে জানান মিলন। 

আরও পড়ুন

×