ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সত্য ঘটনার ‘জানোয়ার’ আসছে সিনেমাটিকে

সত্য ঘটনার ‘জানোয়ার’ আসছে সিনেমাটিকে

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২১ | ০৪:০৪ | আপডেট: ১০ জানুয়ারি ২০২১ | ০৫:১১

করোনাকালে খুন ও ধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে নির্মাণ হয়েছে ওয়েবফিল্ম ‘জানোয়ার’। এটি নির্মাণ করেছেন ‘পোড়ামন-টু’, ও ‘দহন’ সিনেমার নির্মাতা রায়হান রাফি। আগামী ১৪ জানুয়ারি ওটিটি প্লাটফর্ম সিনেমাটিকে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, রাশেদ মামুন অপু, তাসকিন রহমান, ফরহাদ লিমন, মুনমুন আহমেদ, আর এ রাহুল, জামশেদ শামীম, জাহাঙ্গীর আলম, শিশুশিল্পী আরিয়া অরিত্রসহ প্রমুখ।

৯০ মিনিটের চলচ্চিত্রটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজির টার্ন কমিউনিকেশনের ব্যানারে।

'জানোয়ার' নিয়ে রায়হান রাফি বলেন, সিনেমার গল্পটি বলতে চাই না। তবে এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছি। ৯০ মিনিটের ছবি এটি। ইন্টারন্যাশনাল ফিল্মের নিয়ম মেনেই অনলাইন প্লাটফর্মের জন্য নির্মাণ করেছি। তাই একে ওটিটি ফিল্ম বলতে চাই। একটি সিনেমায় যা যা থাকে, এখানেও তাই আছে। 

তিনি আরও বলেন, আমাদের চারপাশে ধুন-ধর্ষণের ঘটনা অহরহ ঘটছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ করেছি। নতুন করে এমন ঘটনা যাতে না ঘটে সেই প্রত্যাশা করছি।

এদিকে সিনেমাটিকে মানসম্পন্ন ওয়েব ফিল্ম, নাটক ও সিনেমা প্রতিনিয়ত মুক্তি পাবে বলে জানিয়েছেন লাইভ টেকনোলজির পরিচালক তামজিত অতুল। তিনি বলেন, ''সিনেমাটিক প্লাটফর্মকে আমরা বাংলা সিনেমার বৃহৎ আর্কইভ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। সেই সঙ্গে নজর দেয়া হচ্ছে মান সম্পন্ন কন্টেন্টের দিকেও। 'জানোয়ার' দারুণ একটি ওয়েব ফিল্ম। আশা করি দর্শকদের ভালো লাগবে।''

আরও পড়ুন

×