ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

শিরোনামহীনের শান্তির গান, মডেল হলেন বাপ্পা ও নওশাবা

শিরোনামহীনের শান্তির গান, মডেল হলেন বাপ্পা ও নওশাবা

মিরপুরের একটি স্কুলে 'কাশ ফুলের শহর দেখা' গানের একটি দৃশ্যের শুটিংয়ে অংশ নেয়া শিল্পীরা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২১ | ০৪:৩৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ | ১২:০০

'কাশ ফুলের শহর দেখা' নতুন একটি গানের শিরোনাম এটি। যে গানটিতে সুরে সুরে বলা হয়েছে, আশার কথা, শান্তির কথা। রয়েছে মানুষের একসঙ্গে থাকার আহ্বানও।  দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের নতুন গান এটি। যাতে তারুণ্যের জয়ধ্বনীও রয়েছে। 

শিরোনামহীনভক্তদের জন্য সুখবর হচ্ছে গানটি শিগগিরই শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে প্রচারে আসছে। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হলো। গানের কথাগুলো মিউজিক ভিডিওতেও প্রতিফলিত হয়েছে। যে ভিডিওতে পারফর্ম করেছেন অভিনেত্রী কাজী নওশাবা। বিশেষ চমক হিসেবে ভিডিওতে হাজির হয়েছেন আরেক জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদারও।  

বেশ বড় আয়োজন নিয়ে নির্মিত হয়েছে গানটির ভিডিও। যে ভিডিওতে বোতলভর্তি শান্তি ঘুরে বেড়াতে দেখা যাবে। 

নতুন গান নিয়ে শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া বলেন, 'প্রতিটি গান প্রকাশের আগে শিরোনামহীনের দীর্ঘ প্রস্তুতি থাকে। গানের কথা, সুর, ও আয়োজন নিয়ে চলে আমাদের বিস্তর পরীক্ষণ। অবশেষে নতুন গান নিয়ে হাজির হই । নতুন বছরের শুরুতেই 'কাশ ফুলের শহর দেখা' প্রকাশ করতে যাচ্ছি আমরা। শান্তির আহ্বান নিয়ে আমাদের এ গান।'

ভিডিওতে একজন ডাক্তারে ভূমিকায় মডেল হযেছেন নওশাবা। আর বাপ্পা মজুমদার হাজির হবেন দেশের প্রখ্যাত একজন মিউজিশিয়ান হিসেবেই। 

এদিকে শিরোনাহীনের গানের ভক্ত কাজী নওশাবা। যে ব্যান্ডের গানের ভক্ত সেই শিরোনামহীনের গানের মডেল হওয়া তার জন্য বিশাল বড় পাওয়া হিসেবেই দেখছেন তিনি। নওশাবা বলেন, শিরোনামহীনের গানের দারুন ভক্ত আমি। তাদের গান শুনে প্রেরণা পাই, জীবনকে নতুনভাবে উপলব্দি করি। সেই শিরোনামহীনের গানের একটা পার্ট হলাম আমি। এটা আমার জন্য দারুন এক অভিজ্ঞতা।'

বুধবার মিরপুরের একটি স্কুলে গানটির ভিডিওটির একটা পার্টের শুটিং হয় সেখানেই বাপ্পা মজুমদার ও নওশাবা অংশ নেন। বৃহস্পতিবার গানটির ভিডিওর দৃশ্য ধারণ শেষ হয়েছে। ভিডিওটি নির্মাণ   নাইমুল বনিন  নামের তরুণ একজন নির্মাতা। যিনি আমেরিকার তাওসন  ইউনিভার্সিটিতে ফিল্ম নির্মাণের উপর পড়াশুনা করছেন। শিরোনামহীনের এ গানটি নির্মাণের জন্যই সুদূর মার্কিন মুলুক থেকে উড়ে এসেছেন তিনি।

গানটিতে মডেল হিসেব শিরোনামহীনের সদস্যদেরও দেখা যাবে। শিল্পীদের শুটিং পার্ট বেশ আগেই ধারণ করা হয়েছে বলে জানান জিয়াউর রহমান জিয়া ।  বরাবরের মতো এ গানটির কথাও তারই লেখা। সুর করেছেন কাজী শাফিন আহমেদ।




 

আরও পড়ুন

×