ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজকের আয়োজন

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১ | ০১:৩২
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ পঞ্চম দিনে থাকছে বিভিন্ন দেশের ৩৭টি চলচ্চিত্র। এগুলোর মধ্যে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে প্রদর্শিত হয় পর্তুগালের 'ইন দ্য ডাস্ক', দুপুর ১টায় ইরানের 'দ্য লিটল বার্ড অব হ্যাপিনেস' প্রদর্শণ শুরু হয়।
আর বিকেল ৩টায় ফিলিপাইনের 'তাগপুয়ান', বিকেল ৫টায় কাতারের 'এ রাইফেল অ্যান্ড এ ব্যাগ', সন্ধ্যা ৭টায় তুরস্কের 'নাইন, সেভেনটি ফাইভ'। পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে সকাল ১০টায় প্রদর্শিত হবে ইরানের ছবি 'ঘাটারি অ্যান শাব', 'গান্ডো', প্যালেস্টাইনের 'ইজরাইন ম্যারাডোনা', দুপুর ১টায় সার্বিয়ার 'সুম্রাক ইউ বেককম', 'হাউস্টরু'। বিকেল ৩টায় ইরানের 'গর্বেহ সিয়া', বিকেল ৫টায় ভারতের 'ছবিয়াল', সন্ধ্যা ৭টায় থাকছে 'হোয়াই নট'। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সকাল ১০টায় প্রদর্শিত হয় ভারতের 'পথের পাঁচালী', দুপুর ১টায় ইরানের 'ডায়াপসন' প্রদর্শনের পর বিকেল ৩টায় দেখানো হবে জর্ডানের 'ওয়েলস অব হোপ', বিকেল ৫টায় থাকছে ইরানের 'ফুকুশিমা ট্রাভেলার'। এ ছাড়া শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, শিল্পকলার নন্দন থিয়েটার [মুক্তমঞ্চ], স্টার সিনেপ্লেক্স, সীমান্ত স্কয়ার সিনেপ্লেক্সে উৎসবের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
মিলনায়তনের পাশাপাশি অনলাইনেও চলচ্চিত্র দেখার সুযোগ রয়েছে। লাগ ভেলকি অনলাইন প্ল্যাটফর্মে উৎসব চলাকালে নির্বাচিত চলচ্চিত্রগুলো দেখা যাবে।