লেডি গাগা গাইবেন বাইডেনের অভিষেক অনুষ্ঠানে

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২১ | ০৬:০৪
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নিচ্ছেন জো বাইডেন। বুধবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় রাত ১১টা) যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস। ইউএস ক্যাপিটলে অনুষ্ঠিতব্য সেই অভিষেক অনুষ্ঠানের তারকাবহুল সাংস্কৃতিক পর্বে জাতীয় সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা লেডি গাগা।
লেডি গাগা এবারের মার্কিন নির্বাচনে বাইডেনকে সমর্থনকরে প্রকাশ্যে প্রচারণা চালিয়েছিলেন। প্রচারণায় এক বক্তব্যে লেডি গাগা বলেছিলেন 'নিজের জীবনের ওপর ভিত্তি করে অথবা নিজের সন্তানদের জীবন বিবেচনায় নিয়ে বাইডেনকে ভোট দিন।'
বুধবারের অভিষেক অনুষ্ঠান উপস্থাপনা করবেন প্রখ্যাত হলিউড তারকা টম হ্যাংকস। সেখানে লেডি গাগা ছাড়াও জেনিফার লোপেজ, জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক ও ডেমি লোভাটোর মতো তারকারা গান গাইবেন।
- বিষয় :
- জো বাইডেন
- লেডি গাগা
- শপথ নিচ্ছেন