ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১৪ দিনে 'বিয়ে আমি করবো না' শেষ করলেন ইমন

১৪ দিনে 'বিয়ে আমি করবো না' শেষ করলেন ইমন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২১ | ০৬:৪৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ | ০৭:০০

একটানা কাজ করে মাত্র ১৪ দিনে‌ 'বিয়ে আমি করবো না' ছবির শুটিং শেষ করলেন চিত্রনায়িক ইমন। চলতি মাসের ১৬ তারিখ থেকে সাভারের একটি খামার বাড়িতে শুটিং শুরু হয় ছবিটির। মাঘের শীতে সকাল থেকে রাত অব্দি টানা কাজ আজ ছবিটির শুটিং শেষ করেছেন বলে সমকালকে জানালেন ইমন। 

পুরোপুরি কমেডি নির্ভর সিনেমা ‘বিয়ে আমি করবো না’। ছবিটিতে চিত্রনায়ক ইমনের বিপরীতে কাজ করেছেন তানহা তাসনিয়া ইসলাম। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব।

ইমন বলেন, 'করোনায় সিনেমা ইন্ডাষ্ট্রির বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিয়ে সবারই সম্মিলিত হয়ে কাজ করতে হবে। একটানা কাজ করলে নির্ধারিত বাজেটের মধ্যেই শুটিং শেষ করা সম্ভব হয়। এ ছাড়াও দ্রুত শেষ করে ছবিটি দ্রুত মুক্তি দেওয়ায় প্রযোজকের লগ্নীও আটকে থাকেনা। তাই কষ্ট হলেও সবার চেষ্টায় মাত্র ১৪ দিনে ছবিটির শুটিং শেষ করলাম আমরা।' 

কমেডি ধারার এই ছবিটিতে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে ইমন বলেন, 'শীতের সকালে শুটিংয়ে করতে বেশ কষ্টকর হলেও সবার সহযোগিতায় সেটা সম্ভভ হয়েছে। এই ছবির জন্য আমাকে ক্ষেতে হাল চাষ করতে হয়েছে, কৃষক সেজে থাকতে হয়েছে, শীতে কেবল একটা জামা পরে শুটিং করতে হয়েছে। তার পরও ছবিটি দ্রুত শেষ হয়েছে এটাই খুশির কথা। এবার চাইবো ছবিটি দ্রুত মুক্তি পাক।'

'পাসওয়ার্ড', 'ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা (আকবর)', অনন্ত জলিলের প্রযোজনায় ছবিতে নাম লেখানোর পর চিত্রনায়ক ইমন 'বীরত্ব' নামের একটি ছবির শুটিং শেষ করে করলেন  'বিয়ে আমি করবো না' ছবির কাজ। এই ছবির নায়িকা তানহা তাসনিয়া অভিনীত এর আগে 'ভোলা তো যায়না তারে', 'ধুমকেতু' , 'ভালো থেকো' মুক্তি পায়। 

পরিচালক জানিয়েছেন চলতি বছরেই ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। 

আরও পড়ুন

×