প্রভাস-সাইফের শুটিংয়ে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:৩৮
মাত্র শুটিংয়ে নেমেছেন বাহুবলীখ্যাত অভিনেতা প্রভাস। শুটিং শুরুর প্রথম দিনেই বাধলো বিপত্তি। শুটিংয়ে দাউ দাউ করে জলে উঠে আগুন। হ্যাঁ, ঠিকই পড়ছেন প্রভাস ও সাইফ আলী খান অভিনীত ছবি আদিপুরুষ' এর প্রথম দিনের শুটিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার মুম্বাইয়ের গোরগাঁওয়ের বাঙ্গুর নগরে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু এদিন বিকাল সাড়ে ৪টার দিকে শুটিং সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মিড-ডে এ খবর প্রকাশ করেছে।
শুটিং সেটের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন- কিছু ভিএফএক্স দৃশ্যের শুটিং চলছিল। হঠাৎ শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা কেউ আক্রান্ত হননি। মুম্বাই ফায়ার ব্রিগেড এবং মুম্বাই পুলিশকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানাই।
জানা যায়, এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মুম্বাই ফায়ার ব্রিগ্রেডের আটটি ফায়ার ইঞ্জিন ও পাঁচটি ট্যাংকার।
ওম রাউত পরিচালিত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রভাস, সাইফ আলী খান। কিন্তু প্রথম দিনের শুটিংয়ে তারা কেউ-ই অংশ নেননি। এটি যৌথভাবে প্রযোজনা করছেন- ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নাইর।
- বিষয় :
- সাইফ আলী খান
- প্রভাস
- আদিপুরুষ
- শুটিংয়ে আগুন