যেভাবে প্রেম হয় নাঈম-নাদিয়ার

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ০২:৫১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:১৯
ছোটপর্দার দুই প্রিয় মুখ নাঈম-নাদিয়া। ২০১৬ সালের ১৫ জানুয়ারি বিয়ে করেছেন তারা। মজার ব্যাপার হলো তাদের বিয়ে হয়েছে হঠাৎ করে। বিয়ের আগে শোনা যায়নি তাদের প্রেম নিয়ে কোনো গুঞ্জন। তাই তাদের ভালোবাসার গল্পটা একটু অন্যরকমই বটে।
নাইম-নাদিয়ার পরিচয় অনেক দিনের। মনের ভেতর একে অপরকে আবিষ্কার করার বিষয়টি ঘটে ২০১৫ সালের মাঝামঝি। নাদিয়ার নাচ ও অভিনয় নাঈমের ভালো লাগতো।
নাজনীন হাসান চুমকীর পরিচালনায় একটি নাটকে অভিনয় করতে গিয়ে নাদিয়াকে নতুনভাবে আবিষ্কার করেন নাঈম। সেই নাটকে তার সহ-অভিনেতা ছিলেন নাঈম। মনের আদান-প্রদান সেখানেই। পরে তাদের এক করার দায়িত্ব নেয় দুই জনের পরিবার।
ভালোসার এসব গল্পই এবার দর্শকদের সামনে বলবেন নাঈম-নাদিয়া। এটিএন বাংলায় ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার গল্প’ শিরোনামের একটি অনুষ্ঠানে জনপ্রিয় তারকা দম্পতি হাজির হয়ে বলেন তাদের ভালোবাসা নিয়ে। তাদের আলাপচারিতায় উঠে আসে ভালোবাসার বিভিন্ন দিক। শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিম দৌলা খান। প্রচার হবে ভালোবাসা দিবসে সন্ধ্যা ৬টা ২০মিনিটে।
- বিষয় :
- নাঈম নাদিয়া
- ভালোবাসার গল্প