ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শ্যাম স্যারের সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা: ফারিয়া

শ্যাম স্যারের সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা: ফারিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ০১:১১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২১ | ০১:৪৬

শ্যাম বেনেগালের সঙ্গে কাজ করা বড় অভিজ্ঞতা বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি বলেন, বিনয়ী একজন মানুষ শ্যাম স্যার (শ্যাম বেনেগাল)। শুটিংয়ে শেষ শটের আগে সব দৃশ্য বিস্তারিত বুঝিয়ে দেন তিনি। যা শেখার জন্য দারুণ সহায়ক। তার নির্দেশনায় কাজ করাটা কাজ শেখার জন্য দারুণ এক অভিজ্ঞতা আমার জন্য।

ফারিয়া এই মুহুর্তে মুম্বাইতে অবস্থান করছেন। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমার শুটিংয়ের জন্য। ছবিটিতে শেখ হাসিনার একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখান থেকে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে শুটিংকালীন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। সেই সঙ্গে জানান তার আগাম ব্যস্ততার খবরও। 

সাক্ষাৎকারে ফারিয়া জানান,  বঙ্গবন্ধু ছবির শুটিংয়ের জন্য মার্চ মাস পুরোটা মুম্বাইতে অবস্থান করবেন।এরপর পর শুরু হবে তার কলকাতা মিশন। এপ্রিলের দিকে কলকাতার সিনেমা  ‘ভয়’ ও এ মাসের মাঝামাঝিতে  ‘বিবাহ অভিযান ২’ নামের শুটিং শুরু করবেন। 

গত ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠিানিকতা শেষ করার কথা ছিল ফারিয়ার। কিন্তু করা হয়নি। সাক্ষাৎকারে সে বিষয়টিও তোলে ধরেন তিনি। জানান, করোনা ভাইরাসের কারণে বিয়ের আনুষ্ঠানিকতা করা সম্ভব হয়নি। তাই আপাতত বিয়ে নয়। অবস্থা যতদিন না পুরোপুরিভাবে ঠিক না হবে ততদিন বিয়ের আয়োজন করছেন না তিনি। 


আরও পড়ুন

×