দীঘি বললেন ভুল করেছি, ঝন্টু দিলেন মামলার হুমকি

দীঘি ও পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২১ | ০৪:০৪ | আপডেট: ০৯ মার্চ ২০২১ | ০৫:৫৯
আগামী ১২ মার্চ মুক্তি পাচ্ছে প্রখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবি 'তুমি আছো তুমি নেই'। এই ছবির মাধ্যমে প্রার্থনা ফারদিন দীঘির নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে। ছবিটির ট্রেলার মু্ক্তি পাওয়ার পর সমালোচনার যেন ঝড় বইছে। ২০২১ সালে এসে পরিচালক ঝন্টু এমন ‘নিম্নমানের’ ছবি কীভাবে নির্মাণ করলেন- এ প্রশ্ন রাখছেন দর্শকরা।
ছবিটির ট্রেলার দেখে মন খারাপ হয়েছে নায়িকা দীঘিরও। ছবিটি যে এতোটা মানহীন হবে তা শুটিং এবং ডাবিং করার সময়ও টের পাননি বলে জানিয়েছেন তিনি। তাই মানহীন এ ছবিতে অভিনয়ের জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি। সেই সঙ্গে প্রতিজ্ঞা করে জানিয়েছেন, আগামীতে এমন ভুল আর করবেন না।
দীঘি বলেন, 'ছবিটির যে ট্রেলার প্রকাশ হয়েছে তা ভালো লাগেনি। ট্রেলার দেখার পর দর্শকদের মতো আমিও ভীষণ আপসেট হয়ে পড়ি। যদিও আড়াই মিনিটের এই ট্রেলার পুরো ছবিকে রিপ্রেজেন্ট করে না। তবুও ছবির ট্রেলার দেখেই যদি দর্শকরা হতাশ হন, তাহলে তারা কেন সিনেমা হলে যাবেন? ইতোমধ্যে ট্রেলার দেখেই ছবির ওপর তাদের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।'

দীঘি আরও বলেন, 'এই ট্রেলার দেখার পর দর্শকদের কোনো আশা দিতে পারি না। ছবিটি দেখতে উৎসাহিত করতে পারি না। আমার নিজেরই তো কোনো প্রত্যাশা নেই ছবিটি নিয়ে। কারণ, মুক্তির পরে ছবিটি ভয়াবহ অবস্থায় পড়তে পারে।‘
গণমাধ্যমে দেওয়া দীঘির এমন সাক্ষাৎকারে বেজায় চটেছেন 'তুমি আছো তুমি নেই' ছবিটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। ছবির নায়িকার এমন কথার পরিপ্রেক্ষিতে প্রযোজকের লাখ লাখ টাকা লোকসান গুণতে হতে পারে বলে মনে করেন তিনি। দীঘির নামে মামলা করার হুমকি দিয়েছেন পরিচালক।
পরিচালক ঝন্টু বলেন, 'দীঘির কথায় আমি খুবই মর্মাহত হয়েছি। সে বলেছে এই চলচ্চিত্রটি সুন্দর না। চলচ্চিত্রটির গল্প যেনো কেমন, ছবিটি মনে হয়না দর্শক গ্রহণ করবে না। অথচ আমার এই ছবির শুটিং করার সময় সে আমাকে বলতো- আঙ্কেল চলচ্চিত্রটির গল্প সুন্দর, ডায়ালগগুলো কত সুন্দর। হলে ছবিটি খুবই ভালো যাবে। হঠাৎ করে ছবি মুক্তির দু'দিন আগে সে বলছে, ছবিটি ভালো না। ছবিটি মনে হয় যাবে না। এই সাহসটা সে কোথায় পেলো? আমি সিওর, তাকে দিয়ে কেউ বলাচ্ছে এগুলো। এতো ছোট একটা মেয়ে, এসব কথা বলার সাহস কীভাবে পাবে?'
দীঘির নামে মানহানি মামলার হুমকি দিয়ে ঝন্টু আরও বলেন, 'তার এ কথার কারণে অবশ্যই অনেক দর্শক ছবিটি থেকে মুখ ফিরিয়ে নেবেন। তারা ভাববে ছবির নায়িকাই যখন বলছেন ছবিটি ভালো হয়নি, তাহলে আমরা কেনো ছবিটি দেখতে হলে যাবে! তাই দীঘির জন্য ৭০ থেকে ৮০ লাখ টাকায় নির্মিত এ ছবির আর্থিক অনেক ক্ষতি হয়ে যাবে। আমি তো দীঘির নামে মানহানি মামলা করবো। আমি ওকে এভাবে ছাড়বো না। আগামী কয়েকদিনের মধ্যে দীঘির নামে থানা থেকে নোটিস চলে যাবে।'
এর আগে দীঘি 'টুঙ্গি পাড়ার মিয়া ভাই' নামের ছবিতে নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেন। কিন্তু ছবিটি এখনও মুক্তি পায়নি। পরে 'তুমি আছো তুমি নেই' ছবির শুটিং শুরু করেন তিনি। দ্বিতীয় ছবিটিই আগে মুক্তি পাচ্ছে। এতে দীঘির নায়ক হিসেবে আছেন আসিফ ইমরোজ। দীঘির পাশাপাশি ছবিটিতে অভিনয় করেছেন প্রযোজক সিমি ইসলাম কলিও। আরও অভিনয় করেছেন অমিত হাসান, শবনম পারভীন প্রমুখ। প্রযোজক সূত্রে জানা গেছে, ছবিটি এরইমধ্যে ২০টির বেশি হলে বুকিং হয়েছে।