খুনি চরিত্রে আনিসুর রহমান মিলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মার্চ ২০২১ | ২০:৪৯ | আপডেট: ১০ মার্চ ২০২১ | ০১:১৩
থ্রিলার গল্পের ওয়েব সিরিজে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। 'বরফ কলের গল্প' নামে এ ছবিতে তাকে দেখা যাবে খুনির চরিত্রে।
সিরিজটি পরিচালনা করছেন সহিদ-উন-নবী। এটি প্রকাশ পাবে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে। খুলনায় চলছে সিরিজের শুটিং। এখানে মিলনের চরিত্রের নাম নওশাদ।
চরিত্রটি খুলনার এক সময়ের ত্রাস এরশাদ শিকদারের চরিত্র অবলম্বনে। মিলন বলেন, 'একটি শহরের ছেলে নওশাদ। তার রাজত্ব, নোংরামির গল্প উঠে আসবে এই ওয়েব সিরিজে। আমরা ছবির অনেক কিছুই রূপক অর্থে বোঝানোর চেষ্টা করছি।'
এ দিকে গত রোববার ফেসবুকে নিজের লুকসহ একটি পোস্টার শেয়ার করেছেন মিলন। সেখানে দেখা যাচ্ছে, মিলনের রাগান্বিত চোখ। মাঝখান দিয়ে রক্তভেজা একটি হাতুড়ি। সিরিজের নাম বরফ কল এবং খুলনায় শুটিংয়ে ধারণা করা হয় যে, এরশাদ শিকদারের ঘটনা থেকেই এটি নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কেউই মুখ খোলেননি।
- বিষয় :
- আনিসুর রহমান মিলন
- থ্রিলার