ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

১৩ ডিসেম্বর রুবেলের 'গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ'

১৩ ডিসেম্বর রুবেলের 'গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ'

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯ | ০০:৩২

দীর্ঘ বিরতির পর আবার বড়পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা রুবেল। আগামী ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তার 'গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ' ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক এবং ঝিলিক কথাচিত্রের কর্ণধার আমিরুল ইসলাম সরকার।

মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত 'গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ' ছবিতে রুবেলের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী মারুফ, লাক্স তারকা অরিন, পপি, অমিত হাসান, পুষ্পিতা, কাজী হায়াৎ, রেবেকাসহ অনেকে।

'গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ' ছবির মাধ্যমে বড়পর্দায় ফেরা নিয়ে রুবেল বলেন, 'বড়পর্দায় ফেরার জন্য ভিন্নধর্মী গল্প খুঁজছিলাম, যা এ ছবিতে আছে। এর গল্প ও চরিত্রে বাস্তব জীবনের ছায়া আছে, যেজন্য চলচ্চিত্র শিল্পের প্রতি দায়বদ্ধতা ও ভালো কাজে অনুপ্রেরণা জোগাতে বিনা পারিশ্রমিকে এ ছবিতে অভিনয় করেছি। ছবির গল্প ও চরিত্র অনেকের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।'

আরও পড়ুন

×