ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করোনামুক্ত হয়ে রিয়াজ বললেন, ঋণী হয়ে রইলাম

করোনামুক্ত হয়ে রিয়াজ বললেন, ঋণী হয়ে রইলাম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২১ | ০২:৩১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২১ | ০৩:৩৩

টানা ২১ দিন করোনার সঙ্গে লড়াই করে অবশেষে সুস্থ হয়েছেন চিত্রনায়ক রিয়াজ। বৃহস্পতিবার তিনি করোনামুক্তির রিপোর্ট হাতে পেয়েছেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে। 

রিয়াজ করোনাভাইরাস থেকে মুক্ত হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও জানিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের করোনা মুক্তির খবর নিশ্চিত করে রিয়াজ লিখেন, ‘দীর্ঘ ২১ দিন পর করোনা নেগেটিভ হলাম আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া।’

করোনা আক্রান্ত হওয়ার পর স্ত্রী তিনা তাকে যেভাবে সেবা করেছেন তার জন্য স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে রিয়াজ লিখেছেন, ‘ধন্যবাদ তিনা, গভীর মমতা নিয়ে পাশে থাকার জন্য। আমার ছোট্ট মেয়েটা, আমার বুকে ঝাপ দিতে না পেরে, সারাক্ষণ আল্লাহকে বলেছে তার বাবাকে সুস্থ করে দিতে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা পরিবারের সদস্য যারা নিয়মিত খোঁজ নিয়েছেন, খাবার পাঠিয়েছেন, দোয়া করেছেন। প্রিয় ভক্ত, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ভাই আপনাদের সবার ভালোবাসার কাছে আবারও ঋণী হয়ে রইলাম।’

তিনি আরও লিখেছেন, ‘সকল আক্রান্ত মানুষ দ্রুত আরোগ্য লাভ করুক, স্বজনহারা পরিবারকে সমবেদনা। করুণাময়, এই ভাইরাস থেকে মানবজাতি দ্রুত মুক্তি পাক, এই কামনা।’

বঙ্গবন্ধুর বায়োপিকে বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের চরিত্রে অভিনয় করছেন রিয়াজ । এপ্রিলের শুরুতে তার মুম্বাই যাওয়ার কথা ছিল এ সিনেমার শুটিং করতে। তার আগে নিয়মমাফিক করোনা টেস্ট করাতে গেলে গত ২ এপ্রিল ফলাফল আসে, করোনা পজিটিভ। তারপর থেকে নিজ বাসাতেই আইসোলেটেড থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন রিয়াজ।

আরও পড়ুন

×