ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হয়েছেন

সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল মা হয়েছেন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২১ | ০২:০৬

মা হয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। শনিবার বিকেলে তিনি পুত্রসন্তানের মা হন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন এই খবর।

ইনস্টাগ্রাম ও ভেরিফায়েড ফেসবুকে শনিবার শ্রেয়া লিখেছেন, ‘বিকেলে সৃষ্টিকর্তা আমাদেরকে পুত্রসন্তান দান করেছেন। এমন অনুভূতি আগে কখনও হয়নি। আমি, শিলাদিত্য ও আমাদের পরিবার খুশির জোয়ারে ভাসছি। ছোট এই মানুষটিকে ঘিরে সকলের প্রার্থনা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।’

শেখর রাভজিয়ানি, শীবম মহাদেবন, সোফি চৌদ্রি, আনুশা মানি, আকৃতি কক্কর, নীতি মোহন, বিশাল দালদানি সহ অনেকেই শ্রেয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


এর আগে গত মার্চে বেবিবাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সন্তানের নতুন অতিথির আগমণের খবর দিয়েছিলেন শ্রেয়া ঘোষাল। সে সময় লিখেছিলেন, ‘শ্রেয়াদিত্য আসছে! শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে। আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ প্রয়োজন। আমরা আমাদের জীবনের নতুন একটা পর্ব শুরু করতে চলেছি।’

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় শ্রেয়া ঘোষালের। শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা।

আরও পড়ুন

×