ফেসবুকে সন্তানের ছবি পোস্ট করে শ্রেয়ার উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২১ | ১৩:২০ | আপডেট: ০২ জুন ২০২১ | ১৩:৩১
ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ও তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ের কোলজুড়ে প্রথম সন্তান এসেছে ২২ মে (শনিবার) বিকেলে। পুত্রসন্তানের আগমনের এ সুখবর ইনস্টাগ্রাম বার্তায় শ্রেয়া ঘোষাল নিজেই জানিয়েছিলেন। এবার সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই সংগীত শিল্পী।
বুধবার দুপুরে পোস্ট করা ছবিতে সন্তান কোলে শ্রেয়ার পাশে তার স্বামী শিলাদিত্য। এর ক্যাপশনে শ্রেয়া লিখেছেন, ''পরিচয় করিয়ে দিচ্ছি- 'দেবায়ণ মুখোপাধ্যায়'-এর সঙ্গে। ২২ মে তার আগম ঘটেছে এবং আমাদের জীবনকে চিরতরে বদলে দিয়েছেন।''
জনপ্রিয় এই শিল্পী আরও লেখেন, 'জন্মের সঙ্গে সঙ্গে প্রথম এই ঝলকেই তিনি আমাদের হৃদয় ভালবাসায় পূর্ণ করে দেন। কেবল মা-বাবা এই অনুভূতি বুঝতে পারবেন। এ এক খাঁটি ও অপ্রতিরোধ্য প্রেম। বিষয়টি এখনও স্বপ্নের মতো অনুভূত হচ্ছে। শিলাদিত্য ও আমি জীবনের এই সুন্দর উপহারের জন্য অনেক কৃতজ্ঞ।'
২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল।
- বিষয় :
- শ্রেয়া ঘোষাল