ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নুসরাতের বিরুদ্ধে তদন্ত করতে স্পিকারকে চিঠি

নুসরাতের বিরুদ্ধে তদন্ত করতে স্পিকারকে চিঠি

সঙ্ঘমিত্রা মৌর্য ও নুসরাত জাহান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২১ | ০৫:১৮ | আপডেট: ২২ জুন ২০২১ | ১০:৫০

লোকসভায় দাঁড়িয়ে নিজের সম্পর্কে ভুল তথ্য দেওয়ায় তৃণমূলের সংসদ সদস্য, অভিনেত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে স্পিকারকে চিঠি দিয়েছেন বিজেপির  এমপি সঙ্ঘমিত্রা মৌর্য।

স্পিকারকে লেখা তার চিঠিতে লোকসভার নিয়ম অনুযায়ী, নুসরাতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন। এ অভিনেত্রী যে ধরনের ‘অনৈতিক’ আচরণ করেছেন, সেই বিষয়ে তদন্তের দাবিও করেছেন তিনি।

সঙ্ঘমিত্রার ভাষ্য, ‘লোকসভায় ভুল তথ্য দিয়ে ইচ্ছাকৃত বেআইনি এবং অনৈতিক কাজ করেছেন। যারা ভোট দেন, মিথ্যা তথ্য দিয়ে তাদেরও বিভ্রান্ত করেছেন এ অভিনেত্রী। এভাবে তিনি লোকসভাকেও কলঙ্কিত করেছেন।’

তবে সঙ্ঘমিত্রা এই প্রথম নন। এর আগে নুসরাতের বিরুদ্ধে একই অভিযোগ এনেছিলেন বিজেপির সর্বভারতীয় আইটি শাখার প্রধান অমিত মালব্য। 

প্রসঙ্গত, লোকসভার প্রোফাইলে নুসরাতের স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করা রয়েছে। তবে সম্প্রতি এ অভিনেত্রী দাবি করেন, তিনি নিখিলকে বিয়ে করেননি। এ নিয়ে সব মহলেই জলঘোলা হয়। বিতর্ক রাজনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে।  সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন

×