সিনেমার গানে ডলি সায়ন্তনীর সঙ্গে ইমরান

ডলি সায়ন্তনী ও ইমরান মাহমুদুল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২১ | ০৭:২১ | আপডেট: ২৩ জুন ২০২১ | ০৮:১৫
প্রথমবার একসঙ্গে সিনেমার গানে কন্ঠ দিলেন ডলি সায়ন্তনী ও ইমরান মাহমুদুল। সিমি ইসলাম কলি পরিচালিত 'ভুল মানুষ' সিনেমায় থাকছে তাদের ওই গান।
'বলি বলি করে যে কথা হয়নি তোমাকে বলা/ চলি চলি যে পথে হয়নি দুজনের চলা'-এমন কথার রোমান্টিক গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ।
মঙ্গলবার রাতে মগবাজারের একটি ষ্টুডিওতে 'দুহাত বাড়াও' শিরোনামের গানটির রেকর্ডিং হয়।
গানটি প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ' কন্ঠশিল্পী ইমরান বরাবরই ভালো গান করে। একসঙ্গে গান করার কারণে খুব কাছ থেকে তা দেখেছি। এটি দু'জনের প্রথম গান। গানের কথাও চমৎকার। আশা করি ভালো কিছু হবে।'
ইমরান বলেন, 'ছোটবেলা থেকেই ডলি আপার গান শুনে আসছি। এবার প্রথমবারের মতো তার সঙ্গে গাওয়ার সৌভাগ্য হয়েছে আমার। রেকর্ডিংয়ের অভিজ্ঞতাও অসাধারণ। আশা করি গানটি শ্রোতাদের ভলো লাগবে।'