ফারুকী করোনা পজিটিভ, নেগেটিভ তিশা

ফারুকী-তিশা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২১ | ০১:২৪ | আপডেট: ৩১ জুলাই ২০২১ | ০৭:২৬
টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তবে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কোভিড টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।
শনিবার সমকালকে তথ্যটি জানান তিশা। তিনি বলেন, 'গতকাল টেস্টের রেজাল্ট হাতে এসেছে, ফারুকী পজিটিভ। কিন্তু আমার রেজাল্ট নেগেটিভ এসেছে।'
টেস্ট রেজাল্ট পজিটিভ হলেও ফারুকী সুস্থ রয়েছেন জানিয়েছেন তিশা। অভিনেত্রী তিশা জানান, চিকিৎসকের পরামর্শে তারা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
এর আগে, গত ৯ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ। এটির প্রযোজক নুসরাত ইমরোজ তিশা।