ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

'নিঃস্বার্থ ভালবাসা' বলতে কি বোঝাতে চাইলেন নুসরাত

'নিঃস্বার্থ ভালবাসা' বলতে কি বোঝাতে চাইলেন নুসরাত

নুসরাত জাহান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২১ | ০৭:২৪ | আপডেট: ০১ আগস্ট ২০২১ | ০৯:৩৭

টালিউডের আলোচিত অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানকে প্রায়ই সামাজিক যোগাযোগ বিভিন্ন বিষয়ে পোস্ট দিতে দেখা যায়। এবার বন্ধু দিবসে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে আলোচনায় তিনি।

নুসরাত লিখেছেন, 'তোমার কাছে থেকে কিছু পাওয়ার আশা না করেই তোমাকে ভালবাসবে, এমন কাউকে খুঁজে পাওয়া বড়ই সুন্দর। নিঃস্বার্থ ভালোবাসা এতই দামি যে ভয় করে, তাকে ধরে রাখতে পারবো তো? কোনও অহংকার এই ভালবাসার মূল্য বুঝবে না। স্বার্থপর দুনিয়ায় নিঃস্বার্থ বন্ধুত্ব পাওয়া দুষ্কর। শুভ বন্ধুত্ব দিবস।'

নুসরাত 'নিঃস্বার্থ ভালোবাসার' এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছেন তা ছবি দেখে মিলিয়েছেন অনেকে। কারণ ছবিতে নুসরাতকে আদর করতে দেখা যায় তার প্রেমিক যশের পোষ্য সারমেয়কে!

নুসরাতের এই ছবি অনেকের পছন্দ হলেও কেউ কেউ খুঁজেছেন ভিন্ন অর্থ। তাদের মতে, সমাজকে কটাক্ষ ও প্রয়োজনে বন্ধুদের পাশে না পাওয়ার আক্ষেপ রয়েছে নুসরাতের ওই বক্তব্যে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস 

আরও পড়ুন

×