ইকমার্স প্রতিষ্ঠানের প্রধান জনসংযোগ কর্মকর্তা নিরব

অভিনেতা নিরব
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২১ | ০৩:৪৬ | আপডেট: ০৩ আগস্ট ২০২১ | ০৯:৫৯
সিনেমার নায়ক নিরব এখন নতুন পরিচয়ে পরিচিত হলেন। চাকরিতে যোগদান করেছেন তিনি। করপোরেট মার্কেটপ্লেস শ্রেষ্ঠ ডটকমের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যুক্ত হয়েছেন এ নায়ক।
গেল ১ আগস্ট থেকে প্রতিষ্ঠানটির এ পদে দায়িত্ব পালন শুরু করেন ‘আব্বাস’ খ্যাত এ নায়ক।
এ প্রসঙ্গে নিরব বলেন, 'অভিনয়ের পাশাপাশি এখানে কাজ করব। এটি নতুন একটি অভিজ্ঞতা দেবে আমাকে। অনেকটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বলা যায়৷ তবে আমার মূল ফোকাস থাকবে সিনেমায়।'
শ্রেষ্ঠ ডটকম মূলত করপোরেট মার্কেটপ্লেস। এটি গতানুগতিক ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান নয় বলে জানান প্রতিষ্ঠানটির সিইও খান ইমরান রাসেল।
তিনি বলেন, 'মেধা দিয়ে আমরা মানুষের জন্য কাজ করি। দেশ ও মানুষের জন্য যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মানুষকে শ্রেষ্ঠ হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। মিডিয়ায় নিরবের ইমেজ অনেক ভালো। পাশাপাশি তার আগামীর কাজগুলোও খুব ভালো। সব কিছু জেনেই আমরা নিরবকে শ্রেষ্ঠ ডটকম পরিবারে যুক্ত করেছি।'
সর্বশেষ নিরবকে দেখা গেছে অনন্য মামুনের 'কসাই' সিনেমায়।