ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

দীপিকার এক প্যান্টের দাম আড়াই লাখ রুপি

দীপিকার এক প্যান্টের দাম আড়াই লাখ রুপি

দীপিকা পাডুকোন। ছবি: ইনস্টাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২১ | ০৬:০৭ | আপডেট: ২৯ আগস্ট ২০২১ | ১০:২৮

বলিউডের আবেদনময়ী অভিনেত্রী দীপিকা পাডুকোন। তার ব্যক্তিগত বিষয় কিংবা নতুন ছবির খবর জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা।

সম্প্রতি দীপিকা পাড়ুকোন মুম্বাইয়ের ফিল্ম সিটিতে একটি ব্রান্ডের ফটোশুটে অংশ নেন। সেখানে তিনি কালো প্যান্ট ও আবেদনময়ী ব্রালেটে ক্যামেরাবন্দি হন।

এই ফটোশুটে দীপিকা পাড়ুকোন যে কালো প্যান্ট পরেন, সেটি আলেকজান্ডার ম্যাককুইন ব্রান্ডের। এটির বাজারমূল্য দুই লাখ ৪১ হাজার রুপির বেশি বলে জানা গেছে। আর আবেদনময়ী ব্রালেটের দাম প্রায় ৭৩ হাজার রুপি।

এছাড়া সেদিন দীপিকার পায়ে যে জুতা ছিল, সেটির বাজারমূল্য ৪৬ হাজার রুপির বেশি। সব মিলিয়ে সেদিন প্যান্ট, জামা আর জুতায় দীপিকার শরীরে ছিল তিন লাখ ৬০ হাজার রুপির বেশি।

‘পাঠান’-এর শুটিংয়ের জন্য দীপিকা এখন প্রস্তুত। পাশাপাশি ঘরের মানুষটির সঙ্গে চলছে খুনসুটি। শিগগির পরিচালক কবির খানের ‘এইটি থ্রি’ ছবিতে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দেখা যাবে তাকে। এটি হতে যাচ্ছে রণবীর-দীপিকা জুটির চতুর্থ ছবি। করোনার কারণে বেশ কয়েকবার পিছিয়ে গেছে ছবিটির মুক্তি। 

এদিকে সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’ ছবিতে প্রথমবার জুটি হতে যাচ্ছেন হৃতিক রোশন ও দীপিকা। সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডের পাশাপাশি শকুন বাত্রার পরের ছবিতেও অভিনয় করছেন দীপিকা। সূত্র: বলিউড বাবল

আরও পড়ুন

×