ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দুটি কিডনিই অকেজো, চিকিৎসায় ১৫ লাখ রুপি দিলেন দীপিকা

দুটি কিডনিই অকেজো, চিকিৎসায় ১৫ লাখ রুপি দিলেন দীপিকা

দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৪:৩৩ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২১ | ০৬:২৯

দীপিকা পাড়ুকোন অভিনীত 'ছপাক' ছবিটিতে বাস্তবের অ্যাসিড-আক্রান্ত বেশকয়েক নারী অভিনয় করেন। তাদের মধ্যে একজন বছর ২৫ বছরের বালা প্রজাপতি। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তার। খবরটি পাওয়ার পর তার চিকিৎসায় এগিয়ে এলেন দীপিকা।

উত্তর প্রদেশের বিনৌরের বাসিন্দা বালা প্রজাপতি। অসুস্থ হয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। চিকিৎসকরা বলেছেন, তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। আপাতত ডায়ালিসিসের ওপরই বেঁচে আছেন। কিন্তু আর্থিক অবস্থা খারাপ হওয়ায় কিডনি প্রতিস্তাপনের খরচ দিতে পারছেন না।

দীপিকা ঘোষণা দিয়েছেন, তিনি বালা প্রজাপতির চিকিৎসায় ১৫ লাখ রুপি দেবেন। 

মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ ছবিতে অ্যাসিড আক্রমণের শিকার নারীর ভূমিকায় অভিনয় করেন দীপিকা পাড়ুকোন। ছবিতে লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় দেখা যায় তাকে। অ্যাসিড-আক্রান্ত নারীদের সম্পর্কে সমাজের ধ্যান-ধারণায় বদল আনার চেষ্টা রয়েছে এই ছবিতে। 


আরও পড়ুন

×