বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৩ ছবি

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১ | ০১:৩৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ | ০১:৪৬
বলা হয়ে থাকে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৬ অক্টোবর উৎসবটির ২৬তম আসর বসতে যাচ্ছে। এবারের আসরে ‘আ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের তরুণ নির্মাতা মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিভাগের সিনেমা দেখানো হবে ৭, ৮ ও ১৩ অক্টোবর। এই উৎসবে এবারই প্রথম তিনটি বাংলাদেশি সিনেমা একযোগে দেখানো হবে।
এত দিন ধরে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের সিনেমা এ উৎসবে প্রদর্শিত হলেও এ বছরই তিনটি বাংলাদেশি সিনেমা নির্বাচিত হয়েছে। একই বিভাগে দেখানো হবে কান উৎসবে অংশগ্রহণ করা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মারিয়াম নুর’। আর ‘কিম জি সুক অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছে এশিয়ার সাত সিনেমা, যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের খ্যতিমান পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর ইংরেজি ভাষার সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।
‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটি প্রযোজনা করেছেন নির্মাতা ও প্রযোজক আবু শাহেদ ইমন। বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত এই সিনেমায় সহযোগিতা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশনস। নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশনসের তাহরিমা খান।
সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চি, দীপান্বিতা মার্টিনসহ একঝাঁক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।
এই গল্পের মূল নায়ক ‘সাইফুল’ নামের একজন সাধারণ মানুষ, যাকে তার দুই স্ত্রী, পরিবার, কাজ, নৈতিকতা ও সামাজিকতার নানা দ্বন্দ্বের ভেতর দিয়ে যেতে হয়।
- বিষয় :
- বুসান চলচ্চিত্র উৎসব
- বিনোদন
- বাংলাদেশের ছবি