ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

যে কারণে মন খারাপ অঙ্কুশের

যে কারণে মন খারাপ অঙ্কুশের

অঙ্কুশ হাজরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১ | ০৪:৪৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ | ০৪:৪৬

 আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই বাজবে ঢাকে কাঠি। শুরু হবে শারদীয় দূর্গাৎসব। একটা  সময় ছিল, যখন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কী ধরনের পোশাকে সেজে সকলের নজর কেড়ে নেওয়া যায়, তার প্রস্তুতিও তুঙ্গে থাকত। কিন্তু ব্যস্ততার কারণে এবার এই প্রস্তুতি নেই টালিউড অভিনেতা অঙ্কুশ হাজরার। তার জন্য অভিনেতার যে কতটা মন খারাপ তা জানালেন  নেট মাধ্যমে।

পুজোর আগে কোনও শপিং করার সময় পাননি অঙ্কুশ। একটা নতুন পোশাকও কেনা হয়নি তার। তার এক ভক্তে প্রশ্নের উত্তরে সে কথাই জানালেন অভিনেতা। মজা করে এটাও জানালেন, আলমারি খুঁজে পুরনো কিছু জামা খুঁজে বের করে ঠিক করবেন কোন দিন কোনটা পরবেন! তবে, বিষয়টা তেমন বিশ্বাসযোগ্য না হলেও, অঙ্কুশের পক্ষ থেকে উত্তর পাওয়ায় দারুণ খুশী তার ভক্ত।

সম্প্রতি ইনস্টাগ্রামের এক মজাদার খেলায় অন্যান্য তারকাদের মতোই অংশগ্রহণ করেন অঙ্কুশ হাজরা। এই খেলার নিয়ম হল, ভক্তদের সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এই খেলাতেই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হল অঙ্কুশকে। অধিকাংশই যেমন মুগ্ধতা প্রকাশ করেছেন, তেমনই নায়কের ব্যক্তিগত জীবন নিয়েই কৌতূহল প্রকাশ করেছেন কেউ কেউ।  অনেক ভক্ত জিজ্ঞেস করেছেন, রণবীর কাপুরের জন্মদিনে ঐন্দ্রিলা সেন কী করছেন। কারও আবার জিজ্ঞাসা, মিমি চক্রবর্তী এবং তিনি কবে বড়পর্দায় ফিরবেন। সেই সঙ্গে অঙ্কুশের পরবর্তী সিনেমা 'এফআইআর' নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন বহু অনুরাগী।


আরও পড়ুন

×