ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

গুঞ্জন শুরুর পর প্রথম একসঙ্গে ছবি দিলেন যশ-নুসরাত

গুঞ্জন শুরুর পর প্রথম একসঙ্গে ছবি দিলেন যশ-নুসরাত

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১ | ১০:৩০ | আপডেট: ০৩ অক্টোবর ২০২১ | ১০:৫৫

নিজেদের সম্পর্কের গুঞ্জন শুরুর পর প্রথমবারের মতো একসঙ্গে ছবি শেয়ার করে আবার আলোচনায় এসেছেন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। 

নুসরাত জাহানের ঘনিষ্ঠ বন্ধু প্রভা আগওয়ালের জন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন এ জুটি। সেখানে তোলা একটি সেলফি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন যশ। যা পরে ভাইরাল হয়ে যায়। 

ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাকে সেজেছেন ‘যশরত’। প্রভাকে মাঝখানে দাঁড় করিয়ে দু’জনে দু’পাশ থেকে তাকে জড়িয়ে ধরেছেন। সেলফি তোলার দায়িত্ব পালন করে‌ছেন ঈশান-জনক তথা যশ।

গুঞ্জন শুরুর পর প্রথম একসঙ্গে ছবি দিলেন যশ-নুসরাত, ছবি: সংগৃহীত

যশ এই ছবিটি দেওয়ার পর নুসরাত সেটি শেয়ার করেছেন। যশের মতো তিনিও প্রভাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সদ্য কাজে ফিরেছেন ঈশান-জননী। গত ১ অক্টোবর সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ-র আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র কাজ করতে রাজারহাটে যান এ অভিনেত্রী। সে উপলক্ষে মেকআপ ভ্যানে কেকও কেটেছেন তিনি।

এছাড়া মা হওয়ার পর শনিবার প্রথম নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে গিয়েছিলেন নুসরাত।

আরও পড়ুন

×