ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এফডিসিতে চলছে ফিল্ম ক্লাবের নির্বাচন

এফডিসিতে চলছে ফিল্ম ক্লাবের নির্বাচন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ | ০৬:১১

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলছে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন। এফডিসির প্রযোজক-পরিবেশক সমিতির সভাকক্ষে দুপুর ২টা থেকে চলছে এ নির্বাচন। শেষ হবে সন্ধ্যা ৬টায়।

ফিল্ম ক্লাবের নির্বাচনে এবার সভাপতি পদে আতিকুর রহমান লিটন ও অমিত হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যনির্বাহী সদস্যপদে রশিদুল আমিন হলি, রবিন খান, আবদুল্লাহ জেয়াদ, ওমর সানী, পপি, রত্না কবিরসহ ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন মেহেদী হাসান সিদ্দিকী মনির।

তিনি বলেন, সুষ্ঠুভাবে দুপুর থেকে ভোটগ্রহন শুরু হয়েছে।  আশা করছি ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবেই হবে।

আরও পড়ুন

×