ক্রিকেটারদের ওপর ক্ষিপ্ত রুবেল, তর্কে জড়ালেন মিশার সঙ্গে

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১ | ০৩:৩৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২১ | ০৫:১১
ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়ক রুবেল ক্রিকেট নিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন আরেক অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে।
শুক্রবার কমিউনিটি পুলিশের একটি প্রীতি ফুটবল ম্যাচ হয়। খেলা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কয়েকজন চিত্রতারকা। কথা বলছিলেন চিত্রনায়ক রুবেল। তিনি বলেন, 'গোটা জাতি খেলোয়ারদের দিকে তাকিয়ে থাকে। তাদের প্রতি সমর্থকরা আশা আকাঙ্ক্ষা নিয়ে থাকে। আর তারা যদি জেনে শুনে আত্মাহুতি দিয়ে আসেন তাহলে আমরা এটা ভালোভাবে মেনে নেব না।'
এমন কথা বলার পরই মাইক্রোফোনের সামনে তর্কে জড়ান রুবেল-মিশা। এ সময় রুবেলের উদ্দেশ্যে করে মিশা বলেন, 'আমাদের দল বিশ্বকাপে খেলতেছে এটা সম্মানের। আমি সকলের কাছে অনুরোধ করছি যারা অনেক আবেগপ্রবণ, আমরা হার-পরাজয় বুঝি না। ওরা খেলতেছে এটাই বড় কথা। যাদের সঙ্গে খেলতেছে ওরা র্যাংকিংয়ে অনেক এগিয়ে। সো ওরা খেলতেছে ওদেরকে আমরা গালমন্দ করব না।'
এই কথার তীব্র প্রতিবাদ করেন রুবেল। তিনি বলেন, 'মিশার কথার সঙ্গে দ্বিমত পোষণ করছি। ওরা যদি খেলতে গিয়ে গিয়ে জেনে শুনে আত্মাহুতি দেয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমরা মেনে নেব না। আমি পার্টিকুলারলি একজনের নাম বলতে চাই। এর আগে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন, রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন। তিনি কি করলেন সর্বশেষ খেলায়, চরম একটা সময় যখন, তিনি করলেন স্কুপ। আমি মনে করি এটা জেনে শুনে আত্মাহুতি। আমরা এটা শো করতে পারি।'
এ কথার সময় মিশার সঙ্গে উচ্চস্বরে কথা হয়ে যায়। মিশা এগিয়ে এসে কথা বলতে শুরু করলে রুবেল থামিয়ে নিজের কথার ধারাবাহিকতা রাখতে উচ্চস্বরে চলে যান। এরপর মিশা কথা বলতে শুরু করেন। মিশা বলেন, 'মুশফিক এই স্কুপ খেলেই সবচেয়ে বেশি রান এনেছেন এবং জিতিয়েছেন বাংলাদেশকে।' মিশার কথার মাঝেই রুবেল চিৎকার করে বলেন, হারিয়েছে, এবং হারিয়েছে।'
এর আগে এক সাক্ষাৎকারে রুবেল জানান, তারকাদের সমালোচনা গ্রহণের ক্ষমতা থাকতে হবে বলে জানান। তিনি বলেন, 'আমার মাঝে মাঝে মনে হয়, উনারা সমালোচনা নিতে পারে না। কিন্তু উনাদের নিতে পারা উচিত। উনারা যখন ভালো রেজাল্ট করে, তখন আমরা দেশ ও জাতি উনাদের অনেক কিছু দেই। কিন্তু আমি আগেও বলেছিল আবারও বলছি, উনারা যখন আত্মঘাতী কাজ করবে; রবীন্দ্রনাথের ভাষায় জেনে শুনে বিষ পান করবে; তখন তাদের শাস্তির আওতায় আনা উচিত। তারা জিতলে পরে যখন তাদের সবকিছু দিচ্ছি, গাড়ি-বাড়ি টাকা-পয়সা সব দিচ্ছি; আমি জেনেশুনে যখন একটা দেশকে ডুবিয়ে দিচ্ছি, এমন খেললে আমাদের ক্ষতি হবে, সেখানে আপনাদের কী বিচার আছে? আমরা তো কিছু করছি না। কেন? আমরা শুধু তাদের দিয়েই যাব, তারা যা খুশি খেলবে সেটা তো হবে না।'
রুবেল যে মুশফিকুর রহিমের ওপর ক্ষিপ্ত রুবেল তা স্পষ্ট বোঝা যাচ্ছিল।
- বিষয় :
- নায়ক রুবেল
- মিশা সওদাগর
- তর্ক
- ক্রিকেটার মুশফিক
- বিনোদন