ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

যশকে বাবা হিসেবে ১০-এর মধ্যে ১১ দিলেন নুসরাত

যশকে বাবা হিসেবে ১০-এর মধ্যে ১১ দিলেন নুসরাত

ছবি: ফাইল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৯:৩৩ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৯:৩৩

গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন টালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। পুত্রের নামও রাখেন ঈশান। এরপর পুত্রের পিতৃপরিচয় নিয়ে শুরু হয় নতুন আলোচনা। 

ঈশানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত এ  আলোচনায় কিছুটা ভাটা পড়ে। সম্প্রতি যশের জন্মদিনে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেন তৃণমূল সাংসদ নুসরাত।

শুটিংয়ের জন্য সম্প্রতি কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন নুসরাত। সেখানেই যে ছোটখাটো 'মধুচন্দ্রিমা' সেরে নিয়েছেন যশ দাশগুপ্ত ও নুসরাত। সেখান থেকে ফিরেই শুরু হয়েছে 'জয় কালী কলকাত্তাওয়ালি'র শুটিং। সেটে বসেই সংবাদমাধ্যমকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও মুখ খুললেন তিনি।

কিন্তু বাবা হিসেবে যশ কতটা দায়িত্ববান? এ প্রশ্নের উত্তর দিয়েছেন নুসরাত। তার ভাষায়—‘আমি সবকিছু সামলাতে পেরেছি কারণ প্রতিটি মুহূর্তে যশ আমার পাশে ছিল। আমি যখন শুটিংয়ের জন্য বাইরে যাই, যশ-ই তো সামলে রাখে ঈশানকে। আবার ও বাড়ি না থাকলে ঈশানের সব দায়িত্ব আমার। যশকে বাবা হিসেবে নম্বর দিতে হলে, আমি দশে ১১ দেব। যশ ভীষণ ভালো একজন বাবা।’

বিয়ে-বিচ্ছেদ, সন্তানকে ঘিরে অসংখ্যবার তির্যক সমালোচনা ও ট্রলের মুখেও পড়তে হয়েছে নুসরাতকে। এসব কীভাবে সামলান তিনি? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন‘আমি এসব কথাকে বিশেষ পাত্তা দিই না। আবার আমাকে নিয়ে যারা ট্রল করেন তাদেরও দোষ দিই না। কারণ সবারই তো নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে!’

গত ২৬ আগস্ট কলকাতার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন নুসরাত। হাসপাতালে ভর্তি হওয়া থেকে বাড়ি ফেরা, প্রতিটি ধাপে যশকে দেখা গেছে নুসরাতের সঙ্গে। তাই ভক্তদের অনেকেই মনে করছেন, যশই নুসরাতের সন্তানের বাবা। সূত্র: আজকাল


আরও পড়ুন

×