ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঘরে ৩ মাস বয়সী ঈশান, নতুন ছবিতে চুক্তিবদ্ধ বাবা-মা

ঘরে ৩ মাস বয়সী ঈশান, নতুন ছবিতে চুক্তিবদ্ধ বাবা-মা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১ | ০৭:৩৮ | আপডেট: ১৮ নভেম্বর ২০২১ | ০৭:৪০

ছেলে ঈশানের বয়স সবে তিন মাস। এর মধ্যেই একটা ছবির কাজ প্রায় শেষ করে ফেলেছেন নুসরাত।  আর আরেকটা ছবির মহরত হয়ে গেলো আজ। মজার বিষয় হচ্ছে নতুন এই ছবিতে নুসরাতের বিপরীতে আছেন তারই ছেলের বাবা যশ দাশগুপ্ত। 

ছবির নাম ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। মা-বাবা হওয়ার পর এটাই জুটির এটাই প্রথম কাজ।

ছবির প্রযোজক এনা সাহা। আর পরিচালক শিলাদিত্য মৌলিক। বরাবরের মতো এবারেও সম্পর্কের গল্প বলবেন শিলাদিত্যে। তবে তা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে। ছাত্র রাজনীতির প্রেক্ষাপটেই তিন বন্ধুর গল্প। যার মধ্যে দু'জন হলেন নুসরাত জাহান আর যশ দাশগুপ্ত। 

আজ বিকেলে কলকাতায় শুভ মরহতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ছবিটির। যাতে উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য, প্রযোজক এনা, অভিনেতা যশ ও নুসরতসহ অনেকেই। সব ঠিক থাকলে ডিসেম্বর থেকে শুরু হবে ছবিটির শুটিং।  

এদিকে যশ আর নুসোত ইতিমধ্যেই একটা শ্যুট সেরে ফেলেছেন কাশ্মীরে। ছবির গানের। যদিও তা যশ-এনার ‘চিনে বাদাম’এর না এই ছবির তা এখনও স্পষ্ট নয়। তবে, নুসরাত একথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যশের সাথে ঘুরতে কাশ্মীরে যাননি তিনি।  তবে কাজের জন্যই যে গিয়েছিলেন সেটা নিশ্চিত করেছেন। 

আরও পড়ুন

×