করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কমল হাসান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২১ | ০৫:১১ | আপডেট: ২২ নভেম্বর ২০২১ | ০৫:১১
করোনায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাই হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা কমল হাসান। সোমবার দুপুরে নিজেই টুইট করে এ তথ্য জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর সর্দি-কাশিতে ভোগার কথা জানিয়েছিলেন অভিনেতা। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
তামিল ভাষায় টুইট করে কমল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর হালকা কাশি হচ্ছিল তার। নিজের শরীরের অবস্থার কথা লেখার সঙ্গে সঙ্গেই তিনি তার ভক্তদের লিখেছেন, ‘করোনা মহামারি এখনও বিদায় জানায়নি। তাই সকলে সাবধানে থাকুন।’
দুই সপ্তাহ আগে, ৭ নভেম্বর ৬৭ তে পা দিয়েছেন কমল। তারও দিন দুয়েক আগে কমলের জন্মদিন উপলক্ষে দক্ষিণী পরিচালক লোকেশ কানাগরাজ তার ছবি ‘বিক্রম’-এর পোস্টার প্রকাশ করেছেন। ওই ছবিতে অভিনয় করেছেন কমল।
- বিষয় :
- কমল হাসান
- তামিল অভিনেতা
- হাসপাতালে ভর্তি