ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

অনন্যাকে হেনস্তা করতেন সারা?

অনন্যাকে হেনস্তা করতেন সারা?

অনন্যা পাণ্ডে ও সারা আলি খান- ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১ | ২২:২৩ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ | ২২:২৩

ভারতের রাজ পরিবারের সন্তান সারা আলি খান। তার বাবা সাইফ আলি খান বলিউড সুপারস্টার। একই পথে হেঁটে সারাও এখন বলিউডে নাম লিখিয়েছেন। এই তারকা সন্তান পড়াশোনা করেছেন মুম্বাইয়ের ধীরুভাই অম্বানী ইন্টারন্যাশনাল স্কুলে। একই স্কুলে নিচু ক্লাসে পড়তেন আরও এক তারকা-সন্তান, অনন্যা পাণ্ডে। তার বাবা কমেডিয়ান অভিনেতা চাঙ্কি পাণ্ডে। বড় পর্দার এই দুই তারকা সন্তানের ছোটবেলার খবর জানা গেলো এবার। অনন্যাকে নানা ভাবে বিরক্ত বা হেনস্তা করতেন সারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সারা বলেন, ‘অনন্যা বলে, আমি ওকে ছোটবেলায় হেনস্তা করতাম। সত্যিই হয়তো করতাম। আমার মনে হয়, এখন একই কাজ করি।’ খবর আনন্দবাজার পত্রিকার।

শেষ বাক্যটি প্রমাণ করার জন্য সারা সাম্প্রতিকতম একটি উদাহরণ টানেন। পুরস্কার বিতরণীর এক অনুষ্ঠানে ‘আতরঙ্গি রে’ ছবির ‘চকা চক’ গানে নাচ করার জন্য অনন্যাকে জোর করেছেন সারা। অনন্যা রাজি ছিলেন না, কিন্তু তা-ও তাকে নাচতে হয়।

সে দিনের কথা মনে করে সারা বললেন, ‘আমার মনে হয়, আবারও আমি অনন্যাকে হেনস্থা করেছি।’

আরও পড়ুন

×