ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সিনেমাতেই নিয়মিত হতে চাই: মনোজ

সিনেমাতেই নিয়মিত হতে চাই: মনোজ

মনোজ প্রামাণিক

সমু সাহা

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৩:০১ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০৩:০২

মনোজ প্রামাণিক। মডেল ও অভিনেতা। সম্প্রতি 'কাশ্মীরি প্রেমিকা' শিরোনামে নাটকে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া ব্যস্ত আছেন দুটি চলচ্চিত্র অভিনয়ে। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-

'কাশ্মীরি প্রেমিকা' নাম শুনেই মনে হচ্ছে এটি ভালোবাসার গল্প ...

ঠিক তাই, রোমান্টিক গল্প অবলম্বনে এটি নির্মিত হয়েছে। তবে এখানে ভালোবাসা উপস্থাপন করা হয়েছে ব্যতিক্রমী ভাবনায়। গল্পের মধ্যে কাশ্মীর বিষয়টা আছে। যদিও আমরা শুটিং ঢাকায় করেছি। কিন্তু দর্শকের কাছে নাটকের চিত্রায়ণ অপ্রাসঙ্গিক মনে হবে না। কারণ নির্মাতা কাজী সাইফ বেশ যত্ন নিয়ে এটি নির্মাণ করেছেন। ভালোবাসার চমৎকার বহিঃপ্রকাশ এ গল্পে ফুটে উঠেছে। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। আসছে ভালোবাসা দিবসে এটি প্রচার হবে।

নিজেকে কি রোমান্টিক অভিনেতা ভাবেন?

[হাসি] একদমই না। ভিন্ন ধারার গল্পেও তো নিয়মিত কাজ করছি। আমার কাছে চরিত্রের পাশাপাশি ভালো গল্পও ভীষণ গুরুত্বপূর্ণ। দুটি বিষয় পছন্দ হলেই কাজ করি। তবে রোমান্টিক ঘরানার কাজে আলাদা আগ্রহ থাকেই। কারণ ভালোবাসার আবেদন সর্বজনীন।

আপনার অভিনীত দুই সিনেমার কাজ শেষ?

কিছুদিন আগেই 'অপারেশন সুন্দরবন' সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলাম। এর প্রথম লটের কাজ হয়েছে। এ সিনেমায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনকাহিনি ফুটে উঠেছে। পরিচালনা করছেন দীপঙ্কর দীপন। অন্যদিকে, অ্যাকশন থ্রিলার ঘরানার 'মিশন এক্সট্রিম' সিনেমায় অভিনয় করছি। এর কাজও চলছে।

আগামীতে সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছা আছে?

অবশ্যই। সিনেমায় থিতু হতে চাই। সেভাবেই নিজেকে প্রস্তুত করছি। তবে গৎবাঁধা কোনো কাজ করতে চাই না। চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলেই এ মাধ্যমে আমাকে নিয়মিত দেখা যাবে।

একটি বিশ্ববিদ্যালয়ের 'ফিল্ম স্টাডিজ' বিভাগে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন। এ মাধ্যমের শিক্ষার্থীরা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কেমন করছে বলে মনে করেন?

আমাদের দেশে তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিষয়ে পড়ালেখা করানো হয়। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি অথবা দুটি ব্যাচ বেরিয়েছে। তারা এখনই যে সিনেমায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, এমনটা আশা করি না। কারণ একাডেমিক জ্ঞানের পাশাপাশি মূল ইন্ডাস্ট্রিতেও তাদের সময় দিতে হবে। তবে আমার বিশ্বাস, একটা সময় এসব শিক্ষার্থী নিজেদের আত্মপ্রকাশ করতে পারবে।

আরও পড়ুন

×