শিল্পী সমিতি থেকে পদত্যাগ করে ওমরায় যাচ্ছেন রুবেল

মাসুম পারভেজ রুবেল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০৫:৪১ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১২:৩৭
আগামী দুই দিনের মধ্যে শিল্পী সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন নায়ক রুবেল। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক ও ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্রটি তিনি পাঠাবেন বলে জানান।
রুবেলে বলেন, সমিতির নির্বাচন ও নির্বাচন পরবর্তী নোংরামি প্রচুর কষ্ট দিয়েছে আমাকে। বলতে পারেন বিরক্তও। আমি জানি না আগামীকাল আদালতে কে জয়ী হবে। তার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। কেউ যেন বলতে না পারে, তার কারণে পদত্যাগ করেছি।
পদত্যাগের বক্তিগত কারণও আছে বলে জানান রুবেল। তিনি বলেন, 'চলতি বছর আমার বেশ কিছু কাজ আছে। ওমরাহ পালনে যাব। এ ছাড়া সারা দেশব্যপী কারাতে প্রশিক্ষণ শেষ করাতে হবে। এতে সরকারি উদ্যোগ যুক্ত। প্রায় তিনশ’ উপজেলা কানেক্ট করবো। সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় যাবে। এর মধ্যে সমিতিকে সময় দেওয়া আমার জন্য কঠিন হবে। যদি কোনও কাজই করতে পারলাম না কিন্তু একটা পদ আটকে রাখলাম- সেটা ঠিক হবে না। আমি আমার পদটি ছেড়ে যেতে চাই।'
এদিকে রুবেলের পদত্যাগের খবর জানানোর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করতে পারছেন না জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নায়িকা রোজিনা। শুক্রবার সমকালকে এ তথ্য জানান তিনি।
২০২২-২০২৪ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ পরিষদ থেকে সহসভাপতি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন মাসুম পারভেজ রুবেল। ২৮ জানুয়ারির নির্বাচনে তিনি ১৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।
- বিষয় :
- শিল্পী সমিতির নির্বাচন
- নায়ক রুবেল
- বিনোদন