যুদ্ধবিরতি
তুলনামূলক শান্ত একটি রাত কাটালেন ইউক্রেনের বাসিন্দারা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৫ | ১২:০০ | আপডেট: ০৯ মে ২০২৫ | ১৩:১৫
ইউক্রেনে রাশিয়ার ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতি বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হয়েছে। এতে দীর্ঘদিন পর তুলনামূলক শান্ত একটি রাত কাটান ইউক্রেনের বড় শহরগুলোর বাসিন্দারা। তবে যুদ্ধ এখনও থামেনি বলে অভিযোগ করেছে ইউক্রেন। কিয়েভের দাবি, দেশটির পূর্বাঞ্চলে এখনও আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী।
এ ছাড়া ইউক্রেনের উত্তরের সুমি অঞ্চলে রাশিয়ার ফেলা বোমায় এক নারী নিহত এবং দু’জন আহত হয়েছেন বলে দেশটি দাবি করেছে। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ইউক্রেনের আকাশে কোনো রুশ ক্ষেপণাস্ত্র বা ড্রোন দেখা যায়নি বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী।
রাশিয়া বলছে, নাৎসি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে আজ মস্কোতে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের আরও উল্লেখযোগ্য কয়েকজন নেতা উপস্থিত থাকবেন। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার কিয়েভ শহরের কেন্দ্রে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
এদিকে চলতি সপ্তাহে রাশিয়ায় বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কিছু সময়ের জন্য রাশিয়ার কয়েকটি বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার কথাও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের আকাশ অশান্ত করায় তাদের আকাশও শান্ত নেই। এটা ন্যায্য।’ ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনের ১৪টি ড্রোন ধ্বংস করেছে তারা। তবে বৃহস্পতিবার ইউক্রেন থেকে রাশিয়ায় নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। পূর্ব ইউক্রেনে থাকা রয়টার্সের সাংবাদিকরা জানিয়েছেন, কিছু গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেলেও অন্য সময়ের তুলনায় পরিস্থিতি অনেকটাই শান্ত।
- বিষয় :
- ইউক্রেন
- রাশিয়া
- যুদ্ধবিরতি