ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আত্মশক্তিতে এগিয়ে চলো নারী

আত্মশক্তিতে এগিয়ে চলো নারী

নোবিপ্রবি সুহৃদ আয়োজিত স্কুটি প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম

এস আহমেদ ফাহিম

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ২৩:২১

নারী কোনো কিছুতে যে পিছিয়ে নেই- তার প্রমাণ রেখেছে বারবার। তবুও পুরুষতান্ত্রিক সমাজ নানা ছুতোয় চেষ্টা করেছে নারীকে আটকে রাখতে। নারী যেন নিজ শক্তিতে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়, সে লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সুহৃদরা উদ্যোগ নেন ফ্রি স্কুটি চালানো প্রশিক্ষণের।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১০ মার্চ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের হাজী ইদ্রিস অডিটোরিয়াম ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম। বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, ভাষাশহীদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. আনিসুজ্জামান রিমন প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সমকাল সুহৃদ সমাবেশ নোবিপ্রবি শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় অতিথিরা নারী দিবসের এ আয়োজনের জন্য প্রশংসা করেন এবং এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার মাধ্যমে নারীর অধিকার আদায়সহ অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

আয়োজনের শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা স্মারক দেন সুহৃদ সদস্যরা। এ সময় নোবিপ্রবির সুহৃদদের অংশগ্রহণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আয়োজিত মায়ের ভাষায় মায়ের কাছে চিঠি লেখা প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজয়ীদের মায়েদের জন্য উপহার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে স্কুটি প্রশিক্ষণের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ দিদার উল আলম। স্কুটি প্রশিক্ষণের জন্য নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের ১০ জন নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবেন সমকাল সুহৃদ সমাবেশ নোবিপ্রবি শাখার সভাপতি নাদিয়া রহমান স্মরণ। সুহৃদ সমাবেশ নোবিপ্রবির সভাপতি নাদিয়া রহমান স্মরণের সভাপতিত্বে আয়োজনে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক নাজমুস সাকিব। সঞ্চালনায় ছিলেন শাহাদাত হোসেন ও আফরোজা।

সহ-সাংগঠনিক সম্পাদক, সমকাল সুহৃদ সমাবেশ, নোবিপ্রবি

আরও পড়ুন

×