তারিন প্রহর

তারিন
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ৩০ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ৩০ মার্চ ২০২২ | ২৩:৪০
সহজাত সৌন্দর্যের সঙ্গে অভিনয়ে সাবলীলতা তাকে আলাদা ব্যক্তিত্বে চিহ্নিত করে। গড়পড়তা গল্প-চরিত্রের চেয়ে অভিনয়ের পরিসর আছে, এমনই গল্প খোঁজেন তিনি। এই চেষ্টাই তাকে প্রতিনিয়ত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। বলছি অভিনেত্রী তারিন জাহানের কথা। অভিনয় অন্তঃপ্রাণ মানুষটি যেন নিরন্তন শিল্পে বেঁধেছেন ঘর। অভিনয় জীবনের তিন দশক পেরিয়ে গেলেও তিনি এক ও অভিন্ন। শৈশব থেকে সাফল্যের সিঁড়ি বেয়ে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি।
বছরজুড়ে অভিনয় কম করলেও বিশেষ উৎসব আয়োজনে তারিনের থাকে সরব উপস্থিতি। আসছে ঈদেও এর ব্যত্যয় হবে না। এরই মধ্যে তিনি শেষ করেছেন রুমান রুনির পরিচালনায় 'যুগল' নাটকের কাজ। একজন স্বামী তার স্ত্রীকে কতটা গভীরভাবে ভালোবাসতে পারেন, তা দেখানো হয়েছে নাটকে। এতে তারিন অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের স্ত্রীর চরিত্রে। এর আগে অভিনয় করেছেন জহির করিমের রচনায় 'তাহাদের গল্প' নাটকে। এর চিত্রনাট্যও লিখেছেন জহির করিম। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এতে মূল চরিত্রে দেখা যাবে তারিনকে। একক নাটকে উপস্থিতি পাওয়া গেলেও ধারাবাহিকে ইদানীং বেশ অনিয়মিত তিনি। এর কারণ কী?
'দেখুন, একটি ধারাবাহিক নাটক লম্বা সময় ধরে প্রচার হয়ে থাকে, যে জন্য একটানা শিডিউল দিতে হয়। এগুলোর জন্য নির্মাতা থেকে শুরু করে চিত্রনাট্য, গল্প, সহশিল্পী সবকিছুর একটা দারুণ সমন্বয় প্রয়োজন। কোনো একটি কাজে সহশিল্পী থেকে শুরু করে পুরো ইউনিট যখন গোছানো থাকে, তখন কিন্তু কাজটি আপনাআপনিই দারুণ হয়ে যায়। ধারাবাহিকে সমন্বয় ও পেশাদারিত্বের অভাবের কারণেই কাজ কম করছি। তবে ধারাবাহিকে একেবারে যে কাজ করছি না তা কিন্তু নয়, সম্প্রতি মিফতা আনানের নতুন একটি ডেইলি সোপে কাজ শুরু করেছি। নাটকের গল্প অসাধারণ ছিল বলে এতে অভিনয়ে রাজি হয়েছি'- বলেন তারিন।
এই তো গেল নাটকের পর্ব। সিনেমায়ও অভিনয় করছেন তিনি। হূদি হকের পরিচালনায় '৭১ সেইসব দিন' নামে অনুদানের ছবির কাজ শেষ করেছেন। এখানে তাকে দেখা যাবে ১৯৭১ সালের শিক্ষিত এক নারী 'নায়লা' চরিত্রে। তারিন জাহান বলেন, 'মুক্তিযুদ্ধের ছবির প্রতি অন্য রকম দুর্বলতা রয়েছে। জুতসই গল্প ও চরিত্র পাইনি বলে অভিনয় করা হয়ে ওঠেনি। হূদি হক একজন সুঅভিনেত্রী, তার লেখা গল্প আমার খুব ভালো লাগে। এই ছবির গল্প অসাধারণ; তিনি যখন আমাকে গল্প শোনান, তখনই এটি ভালো লেগে যায়। এটি মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি ছবি হতে যাচ্ছে।'
দেশের সিনেমার পাশাপাশি পশ্চিমবঙ্গের 'এটা আমাদের গল্প' সিনেমায় অভিনয় করেছেন তিনি। মানসী সিনহার পরিচালনায় এই সিনেমার কাহিনি গড়ে উঠেছে ঢাকা ও কলকাতার দুই পরিবারের গল্প নিয়ে। এই ছবিতে তারিন অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের ভূমিকায়। শিগগিরই ডাবিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ তো গেল চলমান কাজের প্রসঙ্গ। আগামী দিনগুলোয় তারিন কী কী কাজ নিয়ে ব্যস্ত থাকবেন- তা জানতে চাইলে তিনি বলেন, 'কয়েকটি ওয়েব সিরিজে অভিনয়ের বিষয়ে কথা হয়েছে। পাশাপাশি রয়েছে ঈদের কাজের ব্যস্ততাও। এসএ হক অলিক, গোলাম সোহরাব দোদুলসহ আরও কয়েকজন নির্মাতার নাটকে কাজ করব।'
নানা রূপে, নানা চরিত্রে দর্শকের সামনে আসা তারিন কিন্তু মুহূর্তেই মানুষের মনের অন্তস্তলে স্থান পাননি। তিলে তিলে নিজেকে করেছেন পরিণত। সাফল্যও পেয়েছেন মুঠোভরে। চলতি বছর মার্চ মাসে তারিনের ক্যারিয়ারে যোগ হলো দুটি সম্মাননা- নারী দিবসে নৃত্যশিল্পী হিসেবে 'বাংলাদেশ উইমেন্স ইন্সপারেশনাল অ্যাওয়ার্ড', স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে অভিনয়ের অবদানের জন্য 'ট্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড' পেয়েছেন। এ ছাড়া 'গুণীজন সংবর্ধনা পরিষদ' আয়োজিত ভাষাসৈনিক ও রাজনীতিবিদ 'শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক ২০২২' পেতে যাচ্ছেন তিনি। তারিন বলেন, 'যে কোনো পুরস্কারই সম্মানের, আনন্দের। কারণ, এটি আমার কাজের স্বীকৃতি। আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ায় অনুপ্রেরণা জোগায়। কাজের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এ বছর দুটি পুরস্কারপ্রাপ্তির বাইরেও ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত পদকে ভূষিত হয়েছি। সত্যিই এটি আমার জন্য পরম পাওয়া।'
কর্মময় জীবন নিয়ে অনেক কথা হলো, এবার জানতে চাই, অভিনয়ের বাইরে একান্ত সময়ে কী করেন? উত্তরটা তারিন একটু অন্যভাবে দিলেন, 'অবসর আমাকে একটা ঘোরের মধ্যে রাখে। কখনও তাই নীল আকাশের দিকে তাকিয়ে ভাবনার অতলে ডুব দিই। ছুটে যেতে ইচ্ছে করে প্রকৃতির কাছে। একান্ত নিজের সময় যে কেমন, তা আসলেই বলে বোঝানো যাবে না। সে যাই হোক, কাজের অবসর যেমন ভালো লাগে, তেমনি কাজে ডুবে থাকতেও ভালোবাসি। কাজ নিয়ে আমার কোনো ক্লান্তি নেই।' া
- বিষয় :
- তারিন
- তারিন জাহান
- শহীদুজ্জামান সেলিম
- নাটক