শুটিং স্পট
'রেডিও'র শুটিংয়ে কয়েক ঘণ্টা

'রেডিও'
আবদুল্লাহ আল মামুন
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ | ০০:৩৭
ঢাকা থেকে ৯০ কিলোমিটারের পথ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা। এই উপজেলার অন্তর্গত পদ্মা নদীর পাড়ে অবস্থিত হরিহরদিয়া গ্রাম। পদ্মার ঢেউয়ের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকে এ অঞ্চলের মানুষ। এই গ্রামের কোনো বাড়িতে টেলিভিশন নেই। গ্রামের মানুষ বাজারে গিয়ে চায়ের দোকানে গিয়ে বসে দেখেন বাংলা ছবি। এর বাইরে টিভিতে ছবি দেখার সুযোগ খুব একটা হয় না তাদের। সেই গ্রামে এবার সশরীরে হাজির হলেন চিত্রনায়ক রিয়াজ।
এক কিলোমিটার হেঁটে গিয়ে বাজারের চায়ের দোকানে যে নায়কের ছবি দেখেন, সেই নায়ককে বাস্তবে দেখে গ্রামবাসীর চোখ তো ছানাবড়া! রিয়াজকে এভাবে দেখতে পাবেন সেটা তাদের কাছে অকল্পনীয়। এর আগে কখনও টেলিভিশনের পর্দায় দেখা নায়কদের নিজ চোখে দেখার সুযোগ হয়নি তাদের। শুধু রিয়াজকেই দেখছেন না তারা। দেখছেন অভিনেত্রী জাকিয়া বারী মম, প্রাণ রায় ও নাদের চৌধুরীকেও। কারণ তারা গঙ্গাদরদিয়া গ্রামে এসেছেন অনন্য মামুন পরিচালিত 'রেডিও' নামে একটি ছবির শুটিং করতে।
সরেজমিন দেখা গেল গঙ্গাদরদিয়া গ্রামের চরের মানুষ এতটাই আন্তরিক যে, পানি খেতে চাইলে শরবত খাওয়াচ্ছেন শুটিং ইউনিটের লোকদের। শুটিংয়ে পঞ্চাশোর্ধ্ব এক নারীকে দেখা গেল রিয়াজের কাছে ছুটে আসতে। এসে বললেন, বাবা তোমাকে একবার ছুঁয়ে দেখতে চাই। রিয়াজও তাকে অনুমতি দিলেন। অনুমতি পেয়েই রিয়াজের গাল ও মাথায় হাত রেখে ছুঁয়ে দেখলেন তিনি। খুশিতে আত্মহারা হয়ে আশীর্বাদও করলেন।
অজপাড়াগাঁয়ে ভক্তদের এমন কাণ্ডে আবেগাপ্লুত রিয়াজ। 'রেডিও' ছবির গল্প ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে কেন্দ্র করে। এতে রিয়াজের বিপরীতে অভিনয় করছেন জাকিয়া বারী মম। ১৫ বছর আগে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের 'দারুচিনি দ্বীপ' সিনেমায় দেখা গিয়েছিল এই জুটিকে। তবে এই সিনেমায় প্রতিবাদী চরিত্রে দু'জনের দেখা মিলবে, সঙ্গে দেখা যাবে পরিণত প্রেম। তরঙ্গ প্রোডাকশনের ব্যানারে এই সিনেমায় আরও রয়েছেন নাদের চৌধুরী, প্রাণ রায়সহ আরও অনেকে।
- বিষয় :
- রেডিও
- রিয়াজ
- জাকিয়া বারী মম