ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জারুল ফুলের পসরা

জারুল ফুলের পসরা

জারুল ফুল । ছবি - সংগৃহীত

আতোয়ার রহমান

প্রকাশ: ০৬ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ০৭ মে ২০২২ | ০০:০৯

সবুজ পাতার সঙ্গে ছয় পাপড়ির মধ্যে হলুদ রঙের পরাগবিশিষ্ট মায়াবী জারুল ফুলের মোহনীয় ছোঁয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সেজেছে তার আপন মহিমায়। জারুল ফুলের বেগুনি রং যেমন আকর্ষণ জাগানিয়া, তেমনি তার পাপড়ির নমনীয়তা ও কোমলতা হৃদয়ে দেয় প্রশান্তির দোলা। শাখান্তের বিশাল মঞ্জরি, উজ্জ্বল বেগুনি বর্ণের উচ্ছলতা এবং ঘনসবুজ পাতার পটভূমিকায় উৎক্ষিপ্ত পুষ্পচ্ছটা শুধু দুষ্প্রাপ্যই নয়, সৌন্দর্যেও অনন্য। ক্যাম্পাসের প্রায় সর্বত্র দেখা পাওয়া যায় ভেষজ ঔষধি গুণসম্পন্ন জারুল গাছের। শীতের পত্রহীন জারুল গাছ গ্রীষ্ফ্মের শুরুতে বৃষ্টির ছোঁয়ায় সবুজ কচি পাতা এবং বেগুনি ফুলের সমাহার ঘটায়।

জারুল গাছ তার ভেষজ এবং কাষ্ঠল উপাধি ছেড়ে যেন নিছক বসন্তের এক ফুলগাছ হিসেবে আবির্ভূত হয়েছে। শীত এবং বসন্তের পরে ভরা গ্রীষ্ফ্মেও ক্যাম্পাসকে ফুলের মায়াবী আবহে আচ্ছন্ন করে রেখেছে এ জারুল ফুল। তেজহীন রৌদ্রদীপ্ত সকাল, তপ্ত দুপুর কিংবা পশ্চিমে এলিয়ে দেওয়া সূর্যহীন বিকেলে বিশ্ববিদ্যালয়ের পথচারীদের দাঁড় করিয়ে নিজের দিকে এক পলক দেখার সম্মোহনী শক্তি নিয়ে যেন ফুলগুলো পরিস্ম্ফুটিত হয়েছে। জারুল ফুলের সাজানো পসরা শোভা পেয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মনে।

আরও পড়ুন

×