ঢাকায় প্রথম এলাম
দিনগুলো এখনও অম্লান

জুয়েল আইচ
প্রকাশ: ২৭ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ মে ২০২২ | ২৩:৫৩
ঢাকা-এক স্বপ্নের নগরী। এখানে বিভিন্নজনে এসেছেন বিবিধ কারণে। এক পর্যায়ে থিতু হয়েছেন এই শহরে। কথায় আছে-এ নগরীর মায়া ছাড়ানো এত সহজ নয়। ঢাকায় তাঁদের প্রথম দিনটি কেমন ছিল-জানিয়েছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব...
প্রথম ঢাকায় আসার স্মৃতি এখনও ভাস্মর হয়ে আছে জাদুশিল্পী জুয়েল আইচের মনে। তিনি বলেন, 'প্রথম ঢাকায় এসেছিলাম এক আঙ্কেলের সঙ্গে। তিনি ছিলেন বেশ মজার মানুষ। আমাদের সময়ে পাইলট কলম ছিল খুবই আকর্ষণীয় একটি ব্যাপার। আমাকে বিমর্ষ দেখে আঙ্কেল জিজ্ঞেস করলেন, তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমি বললাম, পাইলট কলমটা খুঁজে পাচ্ছি না। হারিয়ে ফেলেছি। তিনি সঙ্গে সঙ্গে বললেন, খুব ভালো করেছ। আমি কলমটাকে ফেলে দেব বলে অনেকদিন ধরে ভাবছিলাম। আজ তুমি আমাকে হেলপ করেছ।
তিনি আমাকে এপ্রেশিয়েট করার জন্য এ কথা বলেছেন। এ ছিল শুরু পিরোজপুর থেকে লঞ্চে করে ঢাকায় আসার। সেটা ১৯৬৪ বা ১৯৬৫ হবে। ঢাকায় এসে উঠেছি একটা গেস্ট হাউসে। খাবারের সময় তিনি চিতল মাছের পেটি অর্ডার করলেন। খেতে খেতে আমার মুখে একটা চুল আটকে গেল। আমি থেমে গেলাম। তিনি জিজ্ঞেস করলেন, কী হলো? আমি বললাম, চিতল মাছের পেটিতে একটা চুল। তিনি তখন বললেন, দাঁড়াও দাঁড়াও, খাবে না। আমরা এটা বদলে নেব। বদলে না দিলে আরেকটা নেব। তুমি চিতল মাছ না খেতে চাইলে অন্য কিছু খাবে। আমি তখন স্কুলে পড়ি। যা কিছুই হয়, মনে হয় যেন, সবই আমার দোষ- কলম হারানোটা দোষ, পাতে চুল থাকাটাও আমারই দোষ।'
তিনি আরও বলেন, 'ঢাকায় অনেক আনন্দ তো করেছিই। আমার ওই আঙ্কেল সেই আনন্দকে ১০ গুণ বাড়িয়েছিলেন। আমার ওই আঙ্কেলের নাম নিখিল দে। ঢাকায় আমরা বিনোদন কেন্দ্রে গিয়েছি, বায়তুল মোকাররম গিয়েছি, হলে গিয়ে সিনেমা দেখেছি। এক অসাধারণ সময় কাটিয়েছি সেইবার। এর পরও আমি ঢাকায় এসেছি; কিন্তু আমার ওই আঙ্কেলের জন্য প্রথমবারের স্মৃতি অম্লান হয়ে আছে।'
- বিষয় :
- জুয়েল আইচ
- জাদুশিল্পী
- ঢাকার স্মৃতি