ঢাকায় প্রথম এলাম
অন্যরকম অনুভূতি

ফজলুর রহমান বাবু
প্রকাশ: ২৭ মে ২০২২ | ১২:০০ | আপডেট: ২৭ মে ২০২২ | ২৩:৫৬
ঢাকা-এক স্বপ্নের নগরী। এখানে বিভিন্নজনে এসেছেন বিবিধ কারণে। এক পর্যায়ে থিতু হয়েছেন এই শহরে। কথায় আছে-এ নগরীর
মায়া ছাড়ানো এত সহজ নয়। ঢাকায় তাঁদের প্রথম দিনটি কেমন ছিল-জানিয়েছেন তিন বিশিষ্ট ব্যক্তিত্ব...
১৯৭৫ সালে এসএসসি পরীক্ষা দিয়ে প্রথম ঢাকায় আসেন আজকের দাপুটে অভিনেতা ফজলুর রহমান বাবু। বড় ভাই জিন্নাত রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। পরীক্ষা শেষ করে তাঁর কাছেই বেড়াতে আসা। তিনি বলেন, 'প্রথম ঢাকার আসার অনুভূতিটা ছিল উত্তেজনাকর; যা কিছু দেখছি, সবই নতুন লাগছে।' সেই ১৯৭৫ সালের উত্তেজনার রেশ কিন্তু এখনও শেষ হয়নি।
যখন ফজলুর রহমান বাবু প্রথম ঢাকায় আসার স্মৃতির অনুভূতি বলছিলেন, তখনও নস্টালজিক হয়ে পড়েছিলেন। তবে কথা বলতে গিয়ে সুন্দর হাসির উত্তেজনার রেশটা ছিল। ফজলুর রহমান বাবু বলেন, 'আমার কাছে সবচেয়ে বড় বিস্ময় ছিল- ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পেরেছি। আমার ভাই এফ রহমান হলে ছিলেন। এখনকার হলের মতো ছিল না। লম্বা লম্বা ঘর ছিল। রুম নম্বরটাও আমার মনে আছে, এফ ৪। ভাইয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরেছি। কার্জন হল, টিএসসি, ভাইয়ের বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি, আড্ডা এসব খুব টানে এখনও আমাকে। তখন আমার খুব মনে হতো আমি এখানেই পড়াশোনা করব।'
তিনি আরও যুক্ত করেন, 'বলাকা সিনেমা হলে ছবি দেখতে গিয়েছিলাম। খুব উত্তেজনা ছিল। আলো-অন্ধকারের সিনেমা হল। ঝকঝকে পর্দা। সব মুগ্ধ হয়ে দেখছিলাম। তবে টিএসসির বিরিয়ানির কথা কখনও ভুলব না। ২ টাকায় টিএসসিতে বিরিয়ানি খেয়েছিলাম। সেই স্বাদ এখনও মুখে লেগে আছে।'