ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

একজন আবদুল রহিমের গল্প

একজন আবদুল রহিমের গল্প

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২২ | ১২:০০ | আপডেট: ১৭ জুন ২০২২ | ২৩:৫৬

মোহাম্মদ আবদুল রহিম, একজন শিক্ষক। দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের দর্শন বিভাগের প্রভাষক। ৫২ বছর বয়সী আবদুর রহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কাজ করেন 'সন্ধানী'র সঙ্গে। ১৯৮৯ সালের ডিসেম্বর মাসে করেন প্রথম রক্তদান। তখন ক্লাসের পরীক্ষা চলছিল। একজন এসে রক্তের জন্য সাহায্য চাইলেন। পরীক্ষা রেখেই ছুটে গেলেন জীবন বাঁচাতে। সেই থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিরন্তর।

এখন পর্যন্ত গুটিকয়েক বাংলাদেশি শতাধিকবার রক্তদান করেছেন। তাঁদের মধ্যে আবদুর রহিম একজন। অন্তত ১২০ বার দিয়েছেন রক্ত। এতখানি পথ পাড়ি দিয়ে প্রাপ্তি কী? জানতে চাইলে 'বি পজিটিভ' রক্তের বাহক আবদুর রহিম বলেন, 'যাঁদের রক্ত দিয়েছি, তাঁদের অনেকের সঙ্গে আত্মিক বন্ধন জুড়ে গেছে। আমি মা পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি।' রক্তদাতা বাড়াতে এবং তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার ব্যাপারে তিনি বলেন, 'একবার রক্ত দিলে ভয় ভেঙে যায়। আর রক্ত দিতে গেলে রোগীর পরিবারের সদস্যদের কাছ থেকে মানবিক সম্মতি আদায় করা প্রয়োজন। যেন তিনিও অন্য কারও প্রয়োজনে ছুটে যান রক্ত দিতে, নিঃসংকোচে।'

আরও পড়ুন

×