ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মৌমাছির জন্য মায়া

মৌমাছির জন্য মায়া

সুমাইয়া মাবরুহা

প্রকাশ: ১৪ জুলাই ২০২২ | ১২:০০

এক সকালে ঘুম থেকে উঠে দেখি, আমাদের বাড়ির সামনের আমগাছে মৌচাক হয়েছে। কী আশ্চর্য, রোজ এই গাছের নিচ দিয়ে চলাফেরা করি অথচ কখনো চোখে পড়েনি মৌচাকটি। সে যাক, মৌচাকজুড়ে রাজ্যের মৌমাছি। এর আগে কখনও মৌচাক দেখিনি। দেখিনি এত্তো এত্তো মৌমাছিও।
ভয়ে আতঙ্কে আমাদের মৌমাছি দিন কাটছিলো। ভয়ে অনেকেই আমাদের বাড়ি আসা ছেড়ে দিলো। আমরাও খুব দরকার না হলে বাড়ি থেকে বের হওয়া কমিয়ে দিলাম। একেবারে করোনা দিনের লকডাউনের মতো আর কি!
একদিন বাবা এক লোক ডেকে নিয়ে এলো বাড়িতে, মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য। লোকটি খুব কৌশলে মধু সংগ্রহ করলো। মধু খেতে খুব মজা। এর কিছুদিন পর বৃষ্টি শুরু হলো, খুব বৃষ্টি।
তারপর এক রাতে খুব ঝড় হলো। সেই ঝড়ে মৌমাছিগুলো কোথায় যেনো উড়ে গেলো।
এতোদিন কিছুটা ভয় পেলেও তাদের না দেখে আমার খুব মন খারাপ হয়ে গেলো।
মৌমাছিসহ মৌচাক দেখতে আমার খুব ভালো লাগে। বৃষ্টিতে গোসল করতেও ভালো লাগে; কিন্তু মামণি দেয় না!
[বয়স : ৬৬৬-৬৬০ বছর; দ্বিতীয় শ্রেণি, দ্য মিলেনিয়াম স্টারস স্কুল ও কলেজ, রংপুর]

আরও পড়ুন

×