ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ফরিদপুরে ঈদ পুনর্মিলনী

গান আড্ডায় আনন্দময় দিন

গান আড্ডায় আনন্দময় দিন

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথি ও সুহৃদের একাংশ

কাজি সবুজ

প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ১২:০০

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের এই আনন্দকে আরও আনন্দময় করতে সুহৃদ সমাবেশ ফরিদপুর আয়োজন করে ঈদ পুনর্মিলনীর। ঈদের চতুর্থ দিন আয়োজিত আনন্দঘন এই অনুষ্ঠানে সুহৃদদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সমকাল প্রকাশক ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক আবুল কালাম আজাদসহ গুণীজন। গান, কবিতা আবৃত্তি ও মতবিনিময়ের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন সবাই। সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি দুই প্রবীণ শিল্পীকে সম্মাননা দেওয়া হয় ফরিদপুর সুহৃদ সমাবেশের পক্ষ থেকে। ১৩ জুলাই রাতে ঈদ-পরবর্তী আনন্দ আয়োজনে শহরের আলীপুরে সমকাল অফিস মিলনায়তনে দেওয়া হয় এ সম্মাননা।
নবীন-প্রবীণ শিল্পী ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় ফরিদপুর সুহৃদ সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে এর আগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুহৃদ কাজি সবুজের সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ ও সংগঠক অধ্যাপক আলতাফ হোসেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় ফরিদপুরের দুই সংগীতগুরু নমিতা কুণ্ডু ও পান্না আহম্মেদ এবং সমকাল প্রকাশক আবুল কালাম আজাদ ও যন্ত্রশিল্পী মো. আলাউদ্দীনকে উত্তরীয় পরিয়ে দেওয়ার মধ্য দিয়ে। সংগীত অন্তপ্রাণ গুণীজনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সেখানে সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী।
সমকাল সুহৃদের এই আনন্দ আয়োজনে আরও গান পরিবেশন করেন জীবন বিশ্বাস, তামান্না আক্তার, সজীব সূত্রধর, পলাশ নন্দী, প্রমা সাহা ও ব্যান্ড সংগীতশিল্পী সাজু। কবিতা আবৃত্তি করেন বেলায়েত হোসেন। নমিতা কুণ্ডু ও পান্না আহম্মেদ সুহৃদের সম্মাননা ক্রেস্ট গ্রহণ শেষে নিজেরাও সংগীত পরিবেশন করেন। সমকাল প্রকাশক তাঁর বক্তব্য শেষে কাজী নজরুলের বিদ্রোহী কবিতার কিছু অংশ আবৃত্তি করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সুহৃদ তামান্না ও তনু। পান্না আহাম্মেদ বলেন, শারীরিক অসুস্থতা সত্ত্বেও সুহৃদদের ডাকে এখানে আসা। ফরিদপুরে সুহৃদদের এ আয়োজন আমাকে গর্বিত করেছে। দীর্ঘ সংগীতজীবনে আমাকে কেউ এভাবে সম্মান করেননি। সুহৃদরা এতটা বিনয়ী ও বন্ধুসুলভ, এই অনুষ্ঠানে না এলে হয়তো বুঝতে পারতাম না। সুহৃদদের জন্য রইল ভালোবাসা ও শুভকামনা।
নমিতা কুণ্ডু অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে খানিক আক্ষেপ নিয়ে বলেন, 'জীবনে অনেকটা সময় দিয়েছি সংগীতের পেছনে। কিন্তু আশানুরূপ সম্মান পাওয়া হয়নি এখনও। আজ সমকালের সুহৃদরা আমাকে যে সম্মান দেখাল, এখন মনে হচ্ছে আমি বেঁচে আছি। শিল্পীরা বেঁচে থাকে তাঁদের কর্মের মাধ্যমে- এটাই প্রমাণিত হলো। সুহৃদদের আমার হৃদয়ের অন্তস্তল থেকে দোয়া ও ভালোবাসা। আমার প্রত্যাশা, সামনের দিনগুলোতে এভাবেই গুণীজনের কদর করবে সুহৃদরা।
শিপ্রা গোস্বামী বলেন, সাংস্কৃতিক সন্ধ্যায় এসে মনে হচ্ছে, আমি নিজেকে আগের রূপে ফিরে পেয়েছি। সুহৃদরা ভিন্ন রকম আয়োজনে নিজেদের মুখর রাখুক এবং আমাদের মুখরিত করুক। সুহৃদদের জন্য প্রাণঢালা অভিনন্দন।
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ ফরিদপুর

আরও পড়ুন

×