ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শীর্ষ প্রযুক্তি কোম্পানির কার্বন নিঃসরণের দায়

শীর্ষ প্রযুক্তি কোম্পানির কার্বন নিঃসরণের দায়

মম হাসান

প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৪ জুলাই ২০২২ | ২১:০৯

বৈশ্বিক উষ্ণায়নে হুমকির মুখে জনজীবন। প্রতি বছরই বাড়ছে সবুজ পৃথিবীর গড় তামপাত্রা। গলছে হিমবাহ, কমছে ছোট্ট এ গ্রহের আবাসযোগ্য স্থানের পরিমাণ। বৈশ্বিক উষ্ণায়নের বড় ক্ষতি কেবল সমুদ্র তীরবর্তী কিংবা তৃতীয় বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশ নয়; এ ক্ষতির মাত্রা ছড়িয়ে পড়েছে ইউরোপ, আমেরিকার মতো উন্নত বিশ্বেও। উষ্ণায়নের বিষবাষ্পে ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে মাইলের পর মাইল পুড়ছে বনভূমি। সবচেয়ে বেশি তাপমাত্রও রেকর্ড করা হচ্ছে। কার্বন নিঃসরণের মাত্রা সহনীয় পর্যায়ে আনতে উন্নত বিশ্ব নানা পদক্ষেপের কথা বললেও বারবার তারা ব্যর্থ হয়েছে।

এ ব্যর্থতার দায় নিতে হবে শীর্ষ প্রযুক্তি কোম্পানিকেও। কেননা, কার্বন নিঃসরণে এসব কোম্পানির দায় অন্য অনেক প্রতিষ্ঠানের চেয়ে বেশিই। জরিপ প্রতিষ্ঠান স্ট্যাটিস্টা এক প্রতিবেদনে দেখিয়েছে, ২০২১ সালে প্রযুক্তি খাতে কার্বন নিঃসরণ কমাতে ৩৭ বিলিয়ন ডলারের যৌথ মূলধনি ফান্ড গঠন করা হয়েছিল। ২০১৮ সালের তুলনায় এটি ছিল ৮৮ গুণ বেশি। ২০১৮ সালে এ খাতের মোট ফান্ডিং ছিল ১ হাজার ৯১০ কোটি ডলার। এর মধ্যে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট ও এর অধীন কোম্পানিগুলো মাত্র ১০ কোটি ডলার বিনিয়োগ করেছিল। এখানে এটাও প্রণিধানযোগ্য যে, মোট কার্বন নিঃসরণের ২ থেকে ৬ ভাগই হয় ইন্টারনেট-নির্ভর কার্যক্রম থেকে। অথচ এই খাতে ব্যবসা করে যেসব কোম্পানি ফুলেফেঁপে উঠছে তাদের বিনিয়োগের পরিমাণ নগণ্য!

আরও পড়ুন

×