দ্বিতীয় পর্ব
ইউরোপের তিন দেশে পড়াশোনা

মাহমুদ কায়সার, বেলজিয়াম থেকে
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০
জার্মানিতে পড়াশোনা করতে চান, কোথায় শুরু করবেন, কী কী লাগবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার উপায় কী, কোর্স ফি এবং থাকা-খাওয়ার জন্য কত টাকার প্রয়োজন- এমন অনেক প্রশ্নের বিস্তারিত উত্তর পাবেন www.study-in-germany.de/en/এই ওয়েবসাইটে। এখানে রয়েছে জার্মানিতে উচ্চশিক্ষা ব্যবস্থার কাঠামো সম্পর্কে অনেক মূল্যবান তথ্য। জার্মানির দৈনন্দিন জীবনযাত্রার অনেক বৈশিষ্ট্য সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন এই একটিমাত্র ওয়েবসাইটে। উচ্চশিক্ষার জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের পছন্দের অন্যতম গন্তব্য ইউরোপের জার্মানি। শিক্ষা ও গবেষণা, টিউশন ফি, শিক্ষাবৃত্তির সুবিধাসহ নানা কারণে শিক্ষার্থীদের জন্য অন্যতম পছন্দের জায়গা জার্মানি। পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য জার্মানি বেছে নেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ থেকে পিছিয়ে নেই।
জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গভর্ন্যান্স, পলিটিক্যাল সায়েন্স, অ্যাডভান্সড ম্যাটেরিয়ালস, অ্যাডভান্সড অনকোলজি, কমিউনিকেশন টেকনোলজি, এনার্জি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফিন্যান্স, মলিকিউলার সায়েন্স, বিভিন্ন ভাষা বিষয়ে পড়াশোনা, পদার্থবিজ্ঞান, গণিত, কম্পিউটার সায়েন্সসহ প্রকৌশল ও জীববিজ্ঞানের বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ আছে। জার্মানিতে প্রায় সব স্নাতকোত্তর কোর্সই স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় পড়ানো হয়। জার্মানি ভাষা শেখাটাতে স্বাভাবিকভাবেই পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জবে সুবিধা পাওয়া যায়। জার্মানির প্রথমসারির কয়েকটি বিশ্ববিদ্যালয় :
Technical University of Munich
Heidelberg University
Charité - Universitätsmedizin Berlin
Humboldt University of Berlin
University of Tübingen
Free University of Berlin
University of Freiburg
RWTH Aachen University
University of Bonn
- বিষয় :
- ইউরোপে পড়াশোনা
- বিশ্ববিদ্যালয়ে ভর্তি