ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নদীপাড়ের কন্যারা

নদীপাড়ের কন্যারা

আইরিন সুলতানা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০

কাশফুল আর নদী দিবসের বার্তা নিয়ে শরৎ আসে। শরৎ আসে শারদীয় নিয়ে। এবার মহালয়া আর বিশ্ব নদী দিবস একই দিনে। ওদিকে সাফকন্যাদের আগমন হয়েছে। তাঁদের বাহন হয়েছে ছাদ খোলা বাস। তাঁদের হাতে ট্রফি। তেমন করে আঁকতে জানলে ফুটবল আর ট্রফি হাতে ছাদ খোলা বাসে চেপে দুর্গা আসছেন- এমন একটা ছবি এঁকেই ফেলতাম কোনো নদীর পাড়ে বসে।
হিমালয়কোলের কৈলাস বেয়ে নেমে এসেছে ব্রহ্মপুত্র। দুর্গা আসেন সেই কৈলাস থেকে। ওদিকে ময়মনসিংহের পাহাড়তলে নেতাই নদীর পাড়ে কলসিন্দুর গ্রাম থেকে আসেন একদল ফুটবল বালিকা। অনুজদের বন্ধুর পথ কিছুটা হলেও সহজ করে দিতে জিততে চেয়েছিলেন এই কলসিন্দুরের সানজিদা আক্তার। মার্জিয়া, শিউলি আজিম, মারিয়া মান্ডা, শামসুন্নাহার সিনিয়র ও শামসুন্নাহার জুনিয়রও নেতাই নদীর পাড়ের মেয়ে।
সাফজয়ী নারী ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমা রাঙামাটির নানিয়রাচর উপজেলার; যেখান দিয়ে গেছে চেঙ্গি নদী। এ নদী বয়ে গেছে খাগড়াছড়ি দিয়েও। আনুচিং মোগিনি ও আনাই মোগিনির বাড়ি সেখানে। কাউখালী নদী বয়ে গেছে মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার রাঙামাটি জেলার কাউখালী উপজেলা দিয়ে। এই কাউখালী উপজেলায় বেড়ে উঠেছেন মনিকা চাকমা।
কুমার ও গড়াই নদীবিধৌত মাগুরার শ্রীপুর উপজেলা থেকে এসেছেন সাথী বিশ্বাস ও ইতি রানী মণ্ডল। কৃষ্ণা রানী সরকারের গ্রাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। যমুনা, ঝিনাই আর বৈরান নদী বয়ে যায় এখানে। নারী সাফে আট গোল করেছেন সাবিনা খাতুন। এই ফুটবলারের সাতক্ষীরায় আছে কপোতাক্ষ, ইছামতী ও কালিন্দী।
নদীকে রুখে দিতে মুখিয়ে আছে দূষণ আর দখল। যেমন করে ঘোর রক্ষণশীল, পুরুষতান্ত্রিক দৃষ্টিকোণ, সামাজিক কুসংস্কার আমাদের মেয়েদের খেলতে বাধা দেয়। এরপরও মেয়েরা খেলেছেন। এ শুধু মাঠে জিতে বা হেরে আসার গল্প নয়। খেলায় আজ জিতলে কাল হার হবে কারও না কারও। এই মেয়েরা শুধু সাফ কাপ জয় করতে খেলেননি, বরং 'মেয়েরা কেন খেলবে' এমন অজস্র রক্ষণশীল, সামাজিক, মৌলবাদী ও পুরুষতান্ত্রিক কুসংস্কারে কিক মেরেছেন। এই মেয়েদের মাঠে দাপিয়ে ছুটতে পারার শারীরিক ও মানসিক সামর্থ্য বিরাট বার্তা দেয় গোটা সমাজকে।
এই মেয়েদের জীবন নদীর মতোই- কখনও পাহাড়ি খরস্রোতা, কখনও স্থিরগতিতে এগিয়ে চলা সামনে। নদীর হাওয়া এই মেয়েদের বুকে তাজা স্বপ্ন জাগিয়ে রাখে। নদী ও নারীর এই গতিপথ হোক উচ্ছল। া

আরও পড়ুন

×