স্নিগ্ধ মেয়ের গল্প...

আতিকা আসিনা
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ | ১২:০০
'একজন শিল্পীর আত্মতৃপ্তি সেখানেই, যখন তার সৃষ্টি শ্রোতার মনে দাগ কাটে, হাসায়-কাঁদায়-ভাবায়, নিয়ে যায় কল্পলোকে। সে কারণে নানা ধরনের গান করার চেষ্টা করি। এ জন্য চেষ্টা থাকে নিজেকে ভেঙে নতুন করে উপস্থাপনের। 'চলো নিরালায়' গানের ক্ষেত্রে একই চিন্তা কাজ করেছে। গত ঈদে মুক্তি পাওয়া 'পরাণ' ছবির 'চলো নিরালায়' গানটি নিয়ে এমন কথাই বলেন গানের শিল্পী আতিয়া আনিসা। নির্মাতা রায়হান রাফির পরিচালনায় এ ছবির গানটিতে তাঁর সহশিল্পী অয়ন চাকলাদার। লিখেছেন জনি হক। সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। শুরুতেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, গানটির সাফল্য কেমন উপভোগ করছেন? তিনি বললেন- ''এটি প্রাপ্তি প্রত্যাশার চেয়ে বেশি। এরইমধ্যে গানটির কোটি ভিউ হয়েছে। এটি ছিল আমার সাত নম্বর প্লেব্যাক। সত্যিই আমি ভাগ্যবান। ভালো গান গাইতে পারার আনন্দই অন্যরকম। 'চলো নিরালায়' গানের কথা অসাধারণ, নির্মাণ, পর্দায় শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের ভালো পারফরম্যান্স-সবকিছু মিলিয়ে গানটি ভিন্নমাত্রা পেয়েছে। তবুও শিল্পী হিসেবে ততক্ষণ পর্যন্ত আত্মতৃপ্তি প্রকাশ করিনি যতক্ষণ শ্রোতারা তাঁদের ভালো লাগার কথা বলেছেন। এ গানটি আমার সংগীতজীবনে অন্যতম প্রাপ্তি বলে আমি মনে করি।'' আনিসা প্রতিবার নিজেকে নতুন করে উপস্থাপন করতে চান। তার প্রমাণ দিয়েছেন আগেও। মুহম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় 'যদি একদিন' ছবির 'চুপকথা' গানটি দিয়ে জাত চিনিয়েছেন তিনি। এছাড়াও তাঁর গাওয়া ইরানি নির্মাতা মুর্তাজা অতাশ জমজমের 'দিন দ্য ডে' ছবির 'তোকে রাখব খুব আদরে', শামীম আহমেদ রনীর 'শাহেনশাহ' ছবির 'তুই আমি চল' গানটি দিয়েও শ্রোতার প্রশংসা পেয়েছেন।
প্লেব্যাক নিয়েই আতিয়া আনিসার ব্যস্ততা। সাইফুল ইসলাম মান্নুর 'পায়ের ছাপ', বদরুল আনাম সৌদের শ্যামাকাব্যসহ আরও কয়েকটি ছবিতে সম্প্রতি প্লেব্যাক করেছেন তিনি। এছাড়াও অয়ন চাকলাদারের সঙ্গে নাটকের গান করেছেন তিনি।
এখন শুরু হয়েছে গানের মৌসুম। আতিয়া আনিসার সমসাময়িকরা যেখানে স্টেজ শো নিয়ে ব্যস্ত ; সেখানে তিনি হাঁটছেন একেবারে উল্টো পথে। এই সময়ে স্টেজ শোতে ব্যস্ত হতে চাইছেন না এই সংগীতশিল্পী। বিষয়টি খোলাসা করে তিনি বলেন, 'সারা বছর রেকর্ডিংয়ে আমার ব্যস্ত সময় কাটে। যেজন্য স্টেজে গান গাওয়ায় আমার আগ্রহ কম। আমি সবসময় চেয়েছি নিজের মৌলিক গানের সংখ্যা বাড়ূক। মৌলিক গান দিয়ে যেন আমার পরিচিতি গড়ে ওঠে। দর্শক- শ্রোতাও তখন আমাকে আরও ভালোভাবে গ্রহণ করবেন, আমার গান শুনতে চাইবেন, তখনই স্টেজে বেশি বেশি গান করার ইচ্ছা রয়েছে। ২০১৭ সালে সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে উঠে আসা আনিসার জন্ম ঢাকায়। ধুলোমাখা শৈশব কেটেছে মগবাজারে। সারেগামাপা রিয়েলিটি শোতে টপ টোয়েন্টিতে ছিলেন। ২০১৯ সাল থেকে তাঁর সংগীতভুবনে ব্যস্ততা বেড়েছে। পরিবারের কেউ গানের সঙ্গে যুক্ত না থাকলেও ছোটবেলা থেকেই গান পছন্দ করতেন আনিসা। মায়ের ইচ্ছাতেই গান শেখা শুরু। বাবাও সহযোগিতা করেছেন। ক্যারিয়ারে এতদূর আসার পেছনে তাঁদের অবদানকে বড় করে দেখছেন স্নিগ্ধ এই মেয়ে। গান নিয়ে স্বপ্নও তাঁর অনেক। আগামীতে আরও শ্রোতাপ্রিয় গানের সঙ্গে নিজের নাম জড়াতে চান তিনি। যেজন্য বাসায় নিয়মিত চালিয়ে যাচ্ছেন সংগীতসাধনা। গান শোনা ও ঘুরে বেড়াতে পছন্দ করেন। তাইতো একটু ফুরসত পেলেই ছুটে যান প্রকৃতির সান্নিধ্যে।
প্লেব্যাক নিয়েই আতিয়া আনিসার ব্যস্ততা। সাইফুল ইসলাম মান্নুর 'পায়ের ছাপ', বদরুল আনাম সৌদের শ্যামাকাব্যসহ আরও কয়েকটি ছবিতে সম্প্রতি প্লেব্যাক করেছেন তিনি। এছাড়াও অয়ন চাকলাদারের সঙ্গে নাটকের গান করেছেন তিনি।
এখন শুরু হয়েছে গানের মৌসুম। আতিয়া আনিসার সমসাময়িকরা যেখানে স্টেজ শো নিয়ে ব্যস্ত ; সেখানে তিনি হাঁটছেন একেবারে উল্টো পথে। এই সময়ে স্টেজ শোতে ব্যস্ত হতে চাইছেন না এই সংগীতশিল্পী। বিষয়টি খোলাসা করে তিনি বলেন, 'সারা বছর রেকর্ডিংয়ে আমার ব্যস্ত সময় কাটে। যেজন্য স্টেজে গান গাওয়ায় আমার আগ্রহ কম। আমি সবসময় চেয়েছি নিজের মৌলিক গানের সংখ্যা বাড়ূক। মৌলিক গান দিয়ে যেন আমার পরিচিতি গড়ে ওঠে। দর্শক- শ্রোতাও তখন আমাকে আরও ভালোভাবে গ্রহণ করবেন, আমার গান শুনতে চাইবেন, তখনই স্টেজে বেশি বেশি গান করার ইচ্ছা রয়েছে। ২০১৭ সালে সেরাকণ্ঠ প্রতিযোগিতা থেকে উঠে আসা আনিসার জন্ম ঢাকায়। ধুলোমাখা শৈশব কেটেছে মগবাজারে। সারেগামাপা রিয়েলিটি শোতে টপ টোয়েন্টিতে ছিলেন। ২০১৯ সাল থেকে তাঁর সংগীতভুবনে ব্যস্ততা বেড়েছে। পরিবারের কেউ গানের সঙ্গে যুক্ত না থাকলেও ছোটবেলা থেকেই গান পছন্দ করতেন আনিসা। মায়ের ইচ্ছাতেই গান শেখা শুরু। বাবাও সহযোগিতা করেছেন। ক্যারিয়ারে এতদূর আসার পেছনে তাঁদের অবদানকে বড় করে দেখছেন স্নিগ্ধ এই মেয়ে। গান নিয়ে স্বপ্নও তাঁর অনেক। আগামীতে আরও শ্রোতাপ্রিয় গানের সঙ্গে নিজের নাম জড়াতে চান তিনি। যেজন্য বাসায় নিয়মিত চালিয়ে যাচ্ছেন সংগীতসাধনা। গান শোনা ও ঘুরে বেড়াতে পছন্দ করেন। তাইতো একটু ফুরসত পেলেই ছুটে যান প্রকৃতির সান্নিধ্যে।
- বিষয় :
- আতিয়া আনিসা
- পরাণ