ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঈশ্বরদী

আলোচনা

আলোচনা

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ঈশ্বরদীর সুহৃদরা

মাসুদুল ইসলাম মাসুদ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২ | ১২:০০

সুহৃদ সমাবেশ ঈশ্বরদী ইউনিটের আয়োজনে ঈশ্বরদী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে এক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়েছে। ২১ অক্টোবর সন্ধ্যায় এ উপলক্ষে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে সুহৃদ সমাবেশের পক্ষ থেকে আয়োজিত সভার সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আর.কে. বাবু। সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক মো. মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঈশ্বরদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহসভাপতি মাহাবুবুল হক দুদু, আব্দুল মান্নান টিপু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহসাধারণ সম্পাদক সেলিম সরদার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, সাবেক সভাপতি এসএম রাজা, সুহৃদ সমাবেশের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, মনিরুল ইসলাম বাবু, সিনিয়র সহসভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, সহসভাপতি আব্দুল আলিম বিশ্বাস মিঠু প্রমুখ। অনুষ্ঠানে ঈশ্বরদী প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানোর পর মিষ্টি মুখ করানো হয়। এর আগে সমকাল সুহৃদ সমাবেশের পক্ষ থেকে প্রেস ক্লাবের নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক সেলিম সরদারকে সংবর্ধনা দেওয়া হয়। স্থানীয় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে আর.কে. বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন সুহৃদ সমাবেশের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক আমান, মোস্তাক আহমেদ কিরণ, তাহেরুল ইসলাম, মনিরুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ। আলোচনা সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা করা হয়।
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, ঈশ্বরদী

আরও পড়ুন

×