ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এসএমই কর্নার

দক্ষতা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন

দক্ষতা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন

মুহাম্মদ মোরশেদ আলম

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ২৩:২৬

২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিষয়ে এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ পেয়েছেন ৫০ হাজারের বেশি উদ্যোক্তা। দেশের এসএমই খাতের উন্নয়নে শিল্প মন্ত্রণালয় এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর থেকেই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানোর কার্যক্রম শুরু করে।

২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর এ ইনস্টিটিউট এসএমই খাতের উন্নয়নে সারাদেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। পাশাপাশি এসএমই ক্লাস্টার উন্নয়নেও উদ্যোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন করা হয়। এ ছাড়া এসএমই উদ্যোক্তা, বাণিজ্য সংগঠন ও স্টেকহোল্ডারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন এবং সার্বিকভাবে এসএমই খাতের বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন। প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করতে প্রতি ব্যাচে ২৫ থেকে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পান।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, এসএমই খাতের দ্রুত অগ্রগতির অন্যতম পূর্বশর্ত উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো ও নতুন উদ্যোক্তা তৈরি। ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনের লক্ষ্য এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন। দেশের এসএমই উদ্যোক্তা ও এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন 'সেন্টার অব এক্সিলেন্স' হিসেবে কাজ করছে। পাশাপাশি এ ইনস্টিটিউট পরামর্শমূলক সেবা দেওয়ার মাধ্যমেও উদ্যোক্তাদের ব্যবসার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
লেখক :সহকারী মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন

প্রশিক্ষণ কারা নিতে পারবেন
মাইক্রো উদ্যোক্তা এসএমই উদ্যোক্তা সম্ভাবনাময় উদ্যোক্তা/উদ্যোক্তা হতে আগ্রহী
বিশেষ ক্ষেত্রে এসএমই প্রতিষ্ঠান/ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা/কর্মচারীরা

প্রশিক্ষণ পাওয়ার শর্ত
নূ্যনতম এসএসসি পাস হতে হবে বয়স অন্তত ১৮ বছর হতে হবে এসএমই প্রতিষ্ঠান/ট্রেডবডি/অ্যাসোসিয়েশন/চেম্বার/ক্লাস্টারের সদস্য হতে হবে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে বিদ্যমান উদ্যোক্তার ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক, তবে 'নতুন ব্যবসা সৃষ্টি' প্রশিক্ষণের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক নয়

কীভাবে আবেদন করবেন
ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ পেতে আগ্রহী উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রশিক্ষণবিষয়ক ওয়েবসাইট (hrd.smef.gov.bd)-এ লগইন করে অনলাইনেই আবেদন করতে পারেন। এ ছাড়া, ওয়েবসাইট/ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/SME.Foundat
ion.bd) থেকে নির্ধারিত আবেদনপত্র ডাউনলোড করে পূরণকৃত ফরম ই-মেইলে ([email protected]) অথবা ফাউন্ডেশন কার্যালয়ে এসে সরাসরি আবেদন করা যাবে। ট্রেডবডি, অ্যাসোসিয়েশন, চেম্বার, স্টেকহোল্ডার ও ক্লাস্টারগুলো তাদের সদস্যদের চাহিদা অনুযায়ী ফাউন্ডেশন বরাবর প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে।

উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ (মেয়াদ ৩-৫ দিন)
নতুন ব্যবসা সৃষ্টি ব্যবসা ব্যবস্থাপনা ব্যবসায় হিসাবরক্ষণ পদ্ধতি ও ব্যবস্থাপনা ব্যাংকেবল বিজনেস প্ল্যান তৈরি পণ্য বিপণন বা বাজারজাতকরণ কৌশল ও ব্যবস্থাপনা অফিস ব্যবস্থাপনা ও যোগাযোগ কৌশল আমদানি-রপ্তানি প্রক্রিয়াকরণ ট্যাক্স-ভ্যাট ফর এসএমই'জ

প্রযুক্তি উন্নয়ন প্রশিক্ষণ (মেয়াদ :৭-১৫ দিন)
অপারেশন, মেইনটেন্যান্স ও সেফটি অব ইন্ডাস্ট্রিয়াল বয়লার নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর ফুড সেফটি ম্যানেজমেন্ট ক্যাড/ক্যাম-এর সহায়তায় মোল্ড/ডাই ডিজাইনবিষয়ক কারিগরি দক্ষতা উন্নয়ন মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারিশিল্প প্রতিষ্ঠানে 'কাইজান' বাস্তবায়ন

বিজনেস সাপোর্ট সার্ভিস প্রশিক্ষণ (মেয়াদ :২ দিন)
এক্সপোর্ট রেডিনেস ফর এসএমই'জ
আইটিসি ট্রেড ম্যাপ ব্যবহারের মাধ্যমে এসএমই পণ্যের আন্তর্জাতিক বাজার নির্বাচন

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (মেয়াদ :৫-১০ দিন)
বেসিক বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা
অ্যাডভান্সড বিউটিফিকেশন ও পার্লার ব্যবস্থাপনা ফাস্ট ফুড তৈরি ও সংরক্ষণ
হস্তশিল্প তৈরি ও ডিজাইন ডেভেলপমেন্ট
আর্টিফিশিয়াল জুয়েলারি তৈরি ফ্যাশন ডিজাইন ন্যাচারাল ডাইং ব্লক-বাটিক
স্ট্ক্রিন প্রিন্ট বহুমুখী পাটজাত পণ্য তৈরি ও বিপণন বহুমুখী চামড়াজাত পণ্য তৈরি ও বিপণন

ক্লাস্টার উন্নয়ন প্রশিক্ষণ (মেয়াদ :৫-১৫ দিন)
ডিজাইন ডেভেলপমেন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্র্যাফ্‌টস তৈরি ফুটওয়্যার ডেভেলপমেন্ট ন্যাচারাল ডাইং
ব্লক-বাটিক স্ট্ক্রিন প্রিন্ট

৬. আইসিটি বিষয়ক প্রশিক্ষণ (মেয়াদ :২-৩ দিন)
ই-কমার্স ফর এসএমই'জ সোশ্যাল কমার্স ফর এসএমই'জ ই-মার্কেটিং ফর এসএমই'জ

ডিজিটাল মার্কেটিং ফর এসএমই'জ
এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণের সুযোগ উদ্যোক্তাদের ৬০ থেকে ৭০ শতাংশই নারী। পাশাপাশি দলিত ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্যোক্তাদেরও প্রশিক্ষণ দিয়ে থাকে ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন।

আরও পড়ুন

×