ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ক্যাম্পাস সংবাদ

ইউল্যাব এমএসজে অ্যালামনাই পুনর্মিলনী

ইউল্যাব এমএসজে অ্যালামনাই পুনর্মিলনী

প্রযুক্তি প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ | ২৩:২৩

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে 'অ্যালামনাই নাইট' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব স্থায়ী ক্যাম্পাসে প্রথমবারের মতো এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম আরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো, অধ্যাপক সুমন রহমান ও ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র ভৌমিক, ড. সরকার বারবাক কারমাল, ড. জামিল খান ও নন্দিতা তাবাসসুম খান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, 'ইউল্যাব এমএসজে অ্যালামনাইরা এখন দেশের সব শীর্ষ প্রতিষ্ঠানে কাজ করছেন। এখানেই বিশ্ববিদ্যালয়ের সফলতা। অ্যালামনাইরা কর্মক্ষেত্রে

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মালিহা ওয়াদুদ চাঁদনীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যালামনাই নাইট আয়োজন কমিটির আহ্বায়ক দাউদ রশীদ। সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন অ্যালমনাই রঞ্জন মীর মহসিন ও বিশাল ভট্টাচার্য।
গ্রন্থনা- তারিক হাসান

আরও পড়ুন

×